ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় কুখ্যাত সন্ত্রাসী মানিক আটক, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়া উপকূলের ত্রাস কুখ্যাত সন্ত্রাসী তৌহিদুল ইসলাম মানিক (৩২) প্রকাশ মানিক ডাকাতকে আটক করেছে পুলিশ। কুতুবদিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌসের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস.আই) জয়নাল আবেদীন সহ সঙ্গীয়রা ২৮ জুলাই (শনিবার) বিকেল ৪ টায় উত্তর ধূরুং ইয়নিয়নের বাঁকখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ২৯ জুলাই (রবিবার) সকাল ১১ টায় একই এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটক মানিক উত্তর ধূরুং ইউনিয়নের হাইক্যার পাড়া (১নং ওয়ার্ড) গ্রামের মোক্তার মেম্বারের ছেলে বলে জানা গেছে।

কুতুবদিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিক একজন তালিকাভুক্ত সন্ত্রাসী তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও অপহরণ সহ বিভিন্ন অপরাধে অর্ধ ডজন মামলা রয়েছে।

পাঠকের মতামত: