ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের মোর্শেদ সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ::

সৌদি আরবের জেদ্দা থেকে মক্কায় আসার পথে সড়ক দুর্ঘটনায় কক্সবাজার সদর উপজেলার পোকখালীর ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের প্রবাসী মোর্শেদুল আমিন প্রকাশ মুর্শেদ স্যার নিহত হয়েছে। শনিবার (২৮ জুলাই) সকালে জেদ্দা-মক্কা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদ (৪০) বর্ণিত ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার ছৈয়দ করিমের পুত্র। ছেলে। তার স্ত্রী,এক ছেলে ও এক কন্যা রয়েছে।

একই এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী তারই জেটাতো ভাই সেলিম আহমদ জানান, কাজের উদ্দেশ্যে জেদ্দা থেকে মক্কা আসার পথে মোরশেদকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালকসহ সে মারা যায়।

পোকখালী ইউপি মেম্বার কলিম উল্লাহ বলেন, খবর পেয়েছি মক্কা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মোরশেদ। তিনি দীর্ঘদিন ধরে ভিসায় সৌদি আরব রয়েছে। তার একটি মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তার মরদেহ সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মোরশেদের মরদেহ দেশে আনা হবে নাকি সেখানে দাফন করা হবে এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

পাঠকের মতামত: