ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বিষধর সাপের বাক্সে ইয়াবা, দুই সাপুড়ে আটক

চকরিয়া প্রতিনিধি ::

কক্সবাজারের চকরিয়ায় বিষধর সাপের বাক্স থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। এসময় সাপসহ ২ জন সাপুড়েকে আটক করা হয়েছে। গতকাল বিকালে কক্সবাজার থেকে ঢাকায় পাচার কালে পুলিশ তাল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, ঢাকার সাভার এলাকার সাজিদ আলীর ছেলে বুরুজ মিয়া(৪৮) ও কছম মিয়ার ছেলে সাদেক মিয়া (৫০)। সাপুড়ে বাক্সে ইয়াবাসহ সাপুড়ে আটকের ঘটনা এ প্রথম।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: আলমগীর হোসেন জানান, তল্লাশী চৌকি দেখে ও সাপুড়েরা নেমে পায়ে হেঁটে চলে যাওয়ার সময় সন্দেহবসত তাদের তল্লাশী করলে তাদের কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পাঠকের মতামত: