ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার পৌরসভায় ২৫ জুলাই সাধারণ ছুটি ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি :

ভোটারদের ভোট প্রয়োগ ও ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের সুবিধার্থে কক্সবাজার পৌরসভায় আগামী ২৫ জুলাই বুধবার সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। গত ১৭জুলাই জন প্রশাসন মন্ত্রনালয়ের বিধি-৪ শাখা থেকে ১২৫ নং স্মারকে উপ সচিব মোঃ হেলালুজ্জামান সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে এ সাধারণ ছুটি ঘোষনা করা হয়। প্রজ্ঞাপনে একইদিন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় নির্বাচন থাকায় সেখানেও সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। সকল সরকারী, আধাসরকারী, স্বায়িত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠানের কর্মকর্তা – কর্মচারীদের জন্য এ ছুটি প্রযোজ্য হবে।

পাঠকের মতামত: