ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

সাংবাদিক শফির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন ও সমাবেশ

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::

দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক ইনানীর ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক শফিউল্লাহ শফির ন্যাক্করজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ২১ মে বিকালে পেকুয়া ছৌমহুনী চত্বরে পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। দৈনিক ইনানীর পেকুয়া প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পেকুয়া উপজেলা শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ, পেকুয়া উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম শওকত, বিশিষ্ট সামজিক সংগঠক মো: আবদুল্লাহ, দৈনিক সংগ্রাম ও ইনানীর সাংবাদিক রিয়াজ উদ্দিন, দৈনিক কক্সবাজার পত্রিকার পেকুয়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ হাসেম, দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার পেকুয়া প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম, দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার পেকুয়া প্রতিনিধি সাংবাদিক এফএম সুমন, দৈনিক হিমছড়ি পত্রিকার পেকুয়া প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল, নাগরিকচিত্র নিউজের পেকুয়া প্রতিনিধি রেজাউল করিম, চট্টগ্রাম টুডের পেকুয়া প্রতিনিধি শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ছরওয়ার আলম, শিক্ষক নজরুল ইসলাম, বিশিষ্ট সংগঠক মো: ইমরান, ছাত্রলীগ নেতা ইলিয়াছ সিকদার প্রমূখ। মানববন্ধন ও সমাবেশে বক্তরা, কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক শফিউল্লাহ শফির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এবং হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং কর্মক্ষেত্রে সকল সাংবাদিকদের নিরাপত্তা দাবী করেছেন।

পাঠকের মতামত: