ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কাঁকড়া মোটাতাজাকরণে কক্সবাজারের চাষীদের উৎসাহিত করা হচ্ছে

kakdaআতিকুর রহমান মানিক, কক্সবাজার ::

লাভজনক রপ্তানীপণ্য কাঁকড়া মোটাতাজাকরণ প্রক্রিয়া উৎসাহিত করতে কক্সবাজার জেলায় চাষীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। কাঁকড়া রপ্তানি করে গত অর্থবছরে (২০১৪-১৫) ৭৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার আয় হয়েছে বলেও জানান মন্ত্রী। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পিনু খানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘কাঁকড়া রপ্তানি আয় বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কাঁকড়া মোটাতাজাকরণ প্রক্রিয়া উৎসাহিত করতে সাতক্ষীরা ও কক্সবাজার জেলার জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। জীবন্ত কাঁকড়া পরিবহনের ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।’

‘একইসঙ্গে কাঁকড়ার মৃত্যুর হার হ্রাস করতে বৈজ্ঞানিক উপায় বের করার জন্য মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে অনুরোধ করা হয়েছে’।

পাঠকের মতামত: