ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

দেশ সেরা ক্ষুদে বীরদের সংবর্ধিত করল পেকুয়াবাসি

Pekua-Sports-16-02-2016_1নাজিম উদ্দিন, পেকুয়া :::

দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের বিরল সংবর্ধিত করল পেকুয়াবাসি। বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৫ এর অনুষ্টিত ফাইনালে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে দেশ সেরা হয়েছেন। ফাইনালে তারা দিনাজপুর জেলার বীরগঞ্জ ৮১নং মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ওইদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদলকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ তুলে দেন। ওইদিন সন্ধ্যায় জাতীয় চ্যাম্পিয়ন রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে রাজধানী ঢাকা থেকে বন্দর নগরী চট্টগ্রামে আসেন। গতকাল ১৭ফেব্রয়ারি বুধবার সকালে বিজয়ী দলের ক্ষুদে ফুটবলার বীররা সড়ক পথে চট্টগ্রাম থেকে নিজ উপজেলা পেকুয়ায় আগমন করে। এদিকে জাতীয় চ্যাম্পিয়নদের বরন করতে পেকুয়ায় উষ্ণ ও বিরল সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় সড়ক পথে কক্সবাজার সীমান্ত চকরিয়া উপজেলার উত্তর হারবাং পৌঁছলে জেলা সীমান্ত গেইট থেকে তাদেরকে পেকুয়াবাসির পক্ষ থেকে অর্ভ্যথনা জানানো হয়। এসময় সড়কে চকরিয়ার হারবাং ও বরইতলী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এই বিশাল অর্জনের জন্য ক্ষুদে বীরদের উষ্ণ অর্ভ্যথনা জানানো হয়। এসময় সড়কের বিপুল অংশে হাজার হাজার শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা জানাতে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়। পরে পেকুয়া উপজেলা প্রশাসন ক্ষুদে বীরদের সংবর্ধিত ও উৎফুল্ল করতে মোটর শোভা যাত্রা নিয়ে চকরিয়া সীমান্ত থেকে তাদেরকে বরন করেন। এসময় বরইতলীর পহরচাদা সীমান্ত ব্রীজ থেকে পেকুয়াবাজার পর্যন্ত প্রায় ১২কি.মিটার সড়কের বিশাল অংশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ও সর্বস্তরের লোকজন সড়কের দু’পাশে দাঁড়িয়ে বীরদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। দুপুর ১২টার দিকে জাতীয় চ্যাম্পিয়ন রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা পেকুয়া চৌমুহনী কলেজ গেইট তাদের জন্য নির্ধারিত সংর্বধনা মঞ্চে পর্দাপন করেন। এসময় তাদের সৌরভ উপস্থিতিতে পেকুয়ায় এক উচ্ছাস ও অনুপ্রেরনা সুষ্টি হয়। হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা করতালি ও শ্লোগানে মুখরিত করে সংর্বধনা অনুষ্টানকে উচ্ছাসে পরিনত করেন। এক নজরে সর্বস্তরের মানুষ তাদের দেখতে ও বিজয়ীদের সান্নিধ্য পেতে প্রানান্ত চেষ্টা করে। মঞ্চে তাদের সাথে ফটোসেশনে সারি হতে মানুষ ছুটে যান। এসময় মঞ্চে উপচে ভিড় অতিরিক্তি হয়। সংবর্ধিত করা হলো বীরদের পেকুয়াবাসির পক্ষ থেকে। এসময় সংবর্ধনা অনুষ্টানে সংক্ষিপ্ত আলোচনা করেন পেকুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মারুফুর রশিদ খান, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভুইয়া, জেলা আ.লীগের সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগ নেতা জি.এম আবুল কাশেম, রাজাখালী এয়ার আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুচ্ছফা। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার হানিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত ওই বিরল সংবর্ধনা অনুষ্টানটি হয়েছে। এসময় বিজয়ী দলের ক্ষুদে বীর ও জাতীয় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আবিদ হোসেন ক্রীড়াঙ্গনে তাদের এ সফলতার জন্য সবার কাছ থেকে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অপরদিকে বিজয়ীদলকে পেকুয়াবাজার পয়েন্টে পেকুয়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি আকতার আহমদ ও সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া বিজয়ী দলের নিজ গ্রাম রাজাখালীতে তাদের বরন করতে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো জনতা সমবেত হয়েছেন।

 ####################

 পেকুয়ায় মগনামা আ.লীগের বর্ধিত সভা

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় মগনামা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে মুহুরী পাড়াস্থ দলীয় কার্যালয়ে ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল এনামের সভাপতিত্বে অনুষ্টিত বর্ধিত সভায় আ.লীগের গুরুত্বপুর্ণ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারন সম্পাদক রশিদ আহমদের সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভাকে ঘিরে ওইদিন তৃণমুলে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। ইউনিয়ন আ.লীগের সভাপতি খাইরুল এনাম জানিয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী চুড়ান্ত করতে ওই বর্ধিত সভা অত্যান্ত গুরুত্ব বহন করে। তিনি আরো জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা সরকারের উন্নয়ন ও ইউপি নির্বাচনে দলগত প্রথম নির্বাচন অনুষ্টিত হওয়ায় নেতাকর্মীরা একে সাধুবাদ জানিয়েছেন। আমরা বলেছি দল যাকে মনোনয়ন দেন তার পক্ষে আমরা স্বতস্ফুর্ত ভাবে কাজ করব। এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, আলমগীর, সিরাজুল ইসলাম। যুগ্ম সম্পাদক মাষ্টার ওমর ফারুক বাবুল, ইউপি সদস্য শাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদ, হামিদুল ইসলাম, প্রচার সম্পাদক আশেক বিন জলিল, সহ প্রচার সম্পাদক মো.কালু, ওয়ার্ড আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম, নুরুল আজিম, মকছুদ আহমদ, বাবুল, ইসমাইল, হাবিব, মাছন সও, দুলামিয়া, আনোয়ার, দেলোয়ার হোসেন, আলী আহমদ, শামসুল ইসলাম, হাজী তৈয়ব, রুহুল আমিন, সেলিম, গুরা বাদশা ও নুরুল আবছার প্রমুখ।

 ###################

পেকুয়ায় সোনালী বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় সোনালী বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ১৭ফেব্রুয়ারী বুধবার সকাল ৯টায় সোনালী বাজার সোনালী ইউ.এম কিন্টার গার্ডেন স্কুলে ওই নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহআলম এমইউপি (চেয়ার)। তার প্রাপ্ত ভোট ৯৫। তার নিকটতম প্রতিদ্বন্ধি দিদারুল ইসলাম (দোয়াত কলম)। তিনি পেয়েছেন ৮১ভোট। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আবছার (প্রজাপতি)। তিনি পেয়েছেন ৯০ ভোট। গিয়াস উদ্দিন (আনারস) প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে সেক্রেটারী পদে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধি নুরুল আলম (ফুটবল) পেয়েছেন ৮৪ ভোট। অপরদিকে সদস্য পদে যথাক্রমে আজগর আলী (মোরগ) ১১৭, মো. সেলিম উল্লাহ বাবুল (মই) ১১০ ও সালাহ উদ্দিন (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মো.হানিফ চৌধুরী, মাষ্টার আব্দুল মজিদ। নির্বাচন কমিশন সুত্রে জানাগেছে মোট ভোটার ছিলেন ১৭৮ ভোট। ভোটাদিকার প্রয়োগ করেছেন ১৭৭ভোট। এদিকে নির্বাচন পর্যবেক্ষন করতে ওই দিন দুপুরে পেকুয়ার ইউএনও মো.মারুফুর রশিদ খান ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক জিয়া মো.মোস্তাফিজ ভুইয়া সোনালী বাজারে পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত: