সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ১২ ফেব্রুয়ারী ::
কক্সবাজারের ঈদগড়ে পুলিশের অভিযানে ১১ফেব্রয়ারী রাত সাড়ে ৯টায় এক নলা লম্বা বন্ধুক উদ্ধার করা হয়েছে।জানা যায়, ঈদগড় ছগিরাকাটা বাউকুল বাগানের পার্শ্বে পশ্চিমের জঙ্গলে এলাকার জনৈক মুরুব্বী সহ কয়েকজন ছেলে লাকড়ী কুড়াতে গেলে জঙ্গলের ভিতরে উক্ত অস্ত্রটি দেখতে পায়। পরে তারা এলাকাবাসীকে জানালে তাৎক্ষনিক পুলিশকে খবর দেয়। এরপর পরই ঈদগড়ে দায়িত্বরত রামু থানা এএসআই জাহিদুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্রটি উদ্ধার পূর্বক রামু থানায় নিয়ে যাওয়া হয়।
পাঠকের মতামত: