ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি পেশ

cccএম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের মাধ্যমে তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিউশন (ডিকেআইবি) কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা কমিটির কর্মকর্তারা কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দাবি বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে একটি স্বারকলিপি দাখিল করেছেন। ওইসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ। ডিকেআইবি কক্সবাজার জেলা কমিটি ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.মহিউদ্দিন, উপজেলা কমিটির সভাপতি সাইফুল হক। এছাড়া স্বারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ডিকেআইবি চকরিয়া উপজেলা কমিটির সদস্য উপ-সহকারি কৃষি কর্মকর্তা বজলুল রহমান কুতুবী, যুগেষ চন্দ্র দাশ, আবদুল কাদের, মহিউদ্দিন, নজরুল ইসলাম, আহমদ কবির, দিলীপ কুমার দে, আবু তাহের, ছালেহ আহমদ ফারুক, মামুনুল হক, সাখাওয়াত হোসেন, আবদুল মান্নান ও জসিম উদ্দিন মিজান প্রমুখ। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি দেয়ার আগে ডিকেআইবি চকরিয়া উপজেলা কমিটির সদস্যরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। #

পাঠকের মতামত: