ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইলেন আ.লীগ নেতা সেলিম উল্লাহ

Salim ullah Chakaria 08-02-2016এম.জিয়াবুল হক, চকরিয়া :::
চকরিয়া পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন জননেতা আওয়ামীলীগ নেতা আলহাজ সেলিম উল্লাহ বিএ(অনার্স)এমএ। তিনি ৮ফেব্রুয়ারী বিকাল ৩টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতিস্থ (বিআরডিবি) কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, ১৯৮২সনে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও গবেষণা সম্পদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে অদ্যাবধি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি একাধারে চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন বিভাগ “বিআরডিবি’’র অধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৫ম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে অদ্যাবধি সুনামের সহীত দায়িত্ব পালন করছেন। এছাড়াও চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতন (মাধ্যমিক স্তর পযর্ন্ত) এর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি, চকরিয়া বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, চকরিয়ার চিংড়ি জমি মালিক ও চাষীদের সংগঠন রামপুর ১০একর সমবায় সমিতির সভাপতি সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, ক্রীড়া-সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের সভাপতি, পৃষ্টপোষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থেকে সমাজসেবায় অবদান রেখে যাচ্ছেন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নিজস্ব প্রকল্প একটি বাড়ি একটি খামার প্রকল্পের সূচনালগ্ন থেকে মাঠ পর্যায়ে সক্রিয় ও শক্তিশালী অবস্থান সৃষ্টির মাধ্যমে কক্সবাজার জেলা ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চকরিয়াকে শ্রেষ্ট উপজেলা হওয়ার গৌরব অর্জন ও পুরস্কারে ভূষিত হয়েছেন। মেয়র প্রার্থী সেলিম উল্লাহ বলেন, বিগত পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করে ৩য় স্থান অর্জন সহ জনগণের বিপুল সাড়া পেয়েছিলেন। নানামুখী ষড়যন্ত্রের কারণে ওই নির্বাচনে তার নিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করেছিলেন কতিপয় মহল। এবারের পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেয়ে মেয়র নির্বাচিত হলে পৌরসভাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মডেল শহরে রূপান্তরিত করে পৌরসভা থেকে সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজ, দূর্বৃত্তায়নমুক্ত করা হবে। সর্বোপুরী প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, ভীশন ২০২১ ও রূপকল্প ২০৪১বাস্তবায়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।##

পাঠকের মতামত: