ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চা দোকানির মৃত্যু: তদন্তে পুলিশের গাফিলতির প্রমাণ

policeবিডিনিউজ  :
রাজধানীতে চুলার আগুনে দগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনায় পুলিশের গফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। রোববার তদন্ত প্রতিবেদন পুলিশ কমিশনারের কাছে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশের গফিলতির প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, গাফিলতির প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ এসেছে প্রতিবেদনে।রোববার উপ-কমিশনার টুটুল চক্রবর্তী তদন্ত প্রতিবেদন জমা দেন ।শাহ আলী থানাধীন মিরপুরের গুদারা ঘাট এলাকায় চা দোকানি বাবুল তার দোকানে অগ্নিদগ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।বাবুলের পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে পুলিশ বাবুলের দোকানের কেরোসিনের চুলায় লাঠি দিয়ে আঘাত করেছিল। এতে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে আগুন ধরে যায়।অবশ্য অভিযোগ অস্বীকার করে শাহ আলী থানা থেকে বলা হয়েছে, পুলিশ নয়, সোর্স দেখে পালাতে গিয়ে বাবুল দগ্ধ হন। আর বাবুল নিজেও মাদক বিক্রেতা ছিলেন।এরই মধ্যে এ ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সাময়িক বরখাস্ত হয়েছেন চার পুলিশ সদস্য।

পাঠকের মতামত: