ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে -রামুতে বিজয় মেলার প্রস্তুতি সভায় এমপি কমল

সোয়েব সাঈদ, রামু ::

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, সর্বস্তুরে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ লালনে সবাইকে এগিয়ে আসতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা বাঙ্গালীর আবহমান নানা সংস্কৃতির পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতিকে জানিয়ে দেয়।

কক্সবাজারের রামুতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ ২০১৭ এর প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু বিজয় মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মেলার আয়োজনের চিত্র তুলে ধরেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উদযাপন পরিষদের মহাসচিব রিয়াজ উল আলম।

রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির কো-চেয়ারম্যান সাংবাদিক নীতিশ বড়–য়া এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির কো-চেয়ারম্যান তপন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা গোলাম কবির মেম্বার, মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, নুরুল হক, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর এর নির্বাহী পরিচালক মাস্টার মোহাম্মদ আলম, মুক্তিযোদ্ধা রমেশ বড়–য়া, জেলা পরিষদ সদস্য নুরুল হক, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, উপজেলা যুবলীগের সহ সভাপতি ওসমান সরওয়ার মামুন, সংগীত ভবনের পরিচালক বিভাস সেন গুপ্ত জিগমী, ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ আব্দুশ শুক্কুর, মীর মোহাম্মদ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা নবীউল হক আরকান, উত্তম মহাজন, সাংস্কৃতিক কর্মী পুলক বড়–য়া, জয়নাল আবেদীন, অধ্যাপক নীলোৎপল বড়–য়া, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর এর সাধারণ সম্পাদক মিজানুল হক, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক, উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ খান জয়, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক একরামুল হক ইয়াছিন প্রমূখ।

সভায় মুক্তিযুদ্ধের মহান চেতনাকে সমুন্নত রেখে আগামী ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রামু ষ্টেডিয়ামে ৭ দিন ব্যাপী দেশের বৃহৎ মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রস্তুতি সভায় রামুর বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি নেতৃবৃন্দ ছাড়াও বিজয় মেলা উদযাপন পরিষদের বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: