ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ঈদগাঁও-ঈদগড় সড়কে দু’যানবাহনে ডাকাতি

dakatiমো. রেজাউল করিম,ঈদগাঁও :::

ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের বেপরোয়া হয়ে উঠেছে ডাকাত দল। ৫ ফেব্র“য়ারী সকালে একযোগে ডাকাতি হয়েছে ২টি যানবাহনে। সড়কের পানের ছড়া ঢালায় সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগড় বাজার থেকে যাত্রীবাহী সিএনজি টেক্সী (কক্সবাজার থ-২৩৫৬) শুক্রবার সকালে ঈদগাঁও আসছিল। বিপরীত দিক থেকে মালামাল ও যাত্রীবাহী একটি টম টম ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিল। যানবাহন ২টি ঈদগাঁও-ঈদগড় সড়কের পানের ছড়া ঢালার বড় উঠনি নামক স্থানে পৌছূঁলে ৬/৭ জনের মুখোশ পরা সশস্ত্র ডাকাতদল গাড়ি ২টির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি-মারধর করে যাত্রী ও চালকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেট ও অন্যান্য মালামাল লুট করে। সিএনজিতে থাকা ঘটনার প্রত্যেক্ষদর্শী বাইশারীর জীপ চালক জিয়া উদ্দিন বাবুল ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি ২টির যাত্রীদের কাছ থেকে আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়া হয়েছে। তিনিও ডাকাতির কবল থেকে রেহায় পাননি। এ ব্যাপারে ঈদগড় আর.আর.এফ পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাশেমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, চালকদের অনিয়ন্ত্রিত ও বেপরোয়া গাড়ি চলাচলের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের এ সড়কে ডাকাত দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তিনি খবর পাওয়া মাত্র অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান বলে জানান। এদিকে একই দিনে ২টি গাড়িতে ডাকাতির ঘটনায় ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে চলাচলরত যানবাহন সংশ্লিষ্ট লোক সহ যাত্রী সাধারণের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত: