ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

৫৭ ধারা বাতিল হচ্ছে

অনলাইন ডেস্ক ::

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। খসড়ায় ৫৭ ধারা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল অপরাধ মোকাবিলার জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে। সুতরাং ডিজিটাল অপরাধ মোকাবিলার বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

খসড়াটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর চূড়ান্ত হলে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে। সভায় আরো উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রমুখ।

পাঠকের মতামত: