ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় দেবরের পিটুনিতে হাসপাতালে ভাবি

aaaaaনাজিম উদ্দিন, পেকুয়া :::
পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের কাছারীমুরা এলাকায় কবুতর চুরি নিয়ে ভাবিকে প্রকাশ্যে লাঠি পেটা করলেন আপন দেবর। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আহত গৃহবধূ শাহানা বেগম (৫০) ওই এলাকার রুহুল আমিনের স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রবিবার (৩০জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে গত কয়েক দিন আগে কাছারীমুরা এলাকার মৃত.জাফর আলমের ছেলে জসিম উদ্দিনের দু’টি কবুতর চুরি হয়। শাহানা বেগম ও জসিম উদ্দিন তারা দেবর-ভাবি। শাহানা বেগম জানায় কবুতর চুরির বিষয় নিয়ে জসিম উদ্দিন আমার ছেলে আনছারকে নিয়ে অপবাদ দেয়। কিন্তু আনছার চুরি করেনি। আমার ছেলেকে নিয়ে চুরি অপবাদ দিলে প্রতিবাদ করি আমরা। বিষয়টি নিয়ে স্থানীয়রা শপতের মাধ্যমে সমাধান করার কথা ছিল। সকালে জসিম হাকাবকা করে। এক পর্যায়ে জসিম আমার বাড়িতে ঢুকে আমাকে লাঠি দিয়ে বেদড়ক পিটিয়ে আহত করে। শাহানা বেগমের স্বামী রুহুল আমিন জানায় আমি বাড়িতে ছিলাম না। বসতভিটার সীমানা নিয়ে আমার সাথে ছোট ভাই জসিমের বিরোধ রয়েছে। আমার ছেলের নামে মিথ্যা চুরি অপবাদ দিয়েছে।

পাঠকের মতামত: