ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান মোটরযান ও প্রতিষ্টানে জরিমানা

vraনাজিম উদ্দিন, পেকুয়া :::

পেকুয়ায় উপজেলা সদরে পেকুয়া চৌমুহনী কলেজ গেইট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি মোটরযান ও দুটি ব্যবসা প্রতিষ্টানকে ১৫১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ২৬ জুলাই দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সালমা ফেরদৌস। পেকুয়ার এবিসি সড়কে যানজট সৃষ্টি করে সিএনজি ও মোটরযান রাখার দায়ে তিনটি সিএনজিকে ৯শ টাকা অর্থ জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য ও ভেজাল পণ্য রাখার দায়ে চৌমুহনী কলেজ গেইটস্থ মধুবন কনফেকশানারী ও মুদির দোকান ভাই ভাই স্টোরকে ৫ হাজার করে দশ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। এ ব্যাপারে মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট সালমা ফেরদৌস জানায়, জনস্বার্থের পরিপন্থী যে কোন কাজ কঠোরভাবে দমন করতে মোবাইল কোর্ট অধিকহারে পরিচালিত হবে পেকুয়ায়।

পাঠকের মতামত: