ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

দেয়াল চাপায় নিহত ১ পেকুয়ার ৫ ইউনিয়নের ২৫ গ্রাম প্লাবিত

bonপেকুয়া প্রতিনিধি ::

টানা ৩ দিনের অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল ও জোয়ারের পানি বেড়ে পেকুয়ার ৫ ইউনিয়নের অন্তত ২৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত ইউনিয়নগুলো হল টইটং, রাজাখালী, উজানটিয়া, শিলখালী ও বারবাকিয়া। ৫ ইউনিয়নের মধ্যে ২ ইউনিয়ন বেড়িবাঁধ ভেঙ্গে ও বাকি ৩ ইউনিয়ন পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়। এদিকে টইটং ইউনিয়নের চৌকিদার পাড়া গ্রামে দেয়ালধ্বসে ৭০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত বৃদ্ধা আনোয়ারা বেগম (৬৮) ওই এলাকার মোহছেন আলীর স্ত্রী। নিহতের পরিবারের লোকজন জানান, গতকাল ২৪ জুলাই ঘরে পাহাড়ি ঢলের পানি উঠায় নিহত আনোয়ারাকে খাটের উপর বসিয়ে রেখে তারা ঘরের বাইরে কাজ করতে যান। এসময় হঠাৎ ঘরের দেয়াল ভেঙ্গে পড়ে। এতে ঐ বৃদ্ধা চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে মাটি খুঁড়ে তাকে বের করা হয়েছে।

প্লাবিত ইউনিয়নগুলোর চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করে জানা যায়, উজানটিয়ার রূপালী বাজার, গুদার পাড় পয়েন্টে, রাজাখালী বখশিয়া ঘোনা ও উত্তর সুন্দরী পাড়া, ভাঙ্গার মুখ পয়েন্টে ভেঙ্গে ২ ইউনিয়নের প্রায় ৯ টি গ্রাম প্লাবিত হয়। উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, রূপালী বাজার ও গুদার পাড় পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে সুতাচুরা, নূরীর পাড়া, পেকুয়ার চর, ঠাণ্ডার পাড়া ও আতর আলী পাড়া পানির নিচে তলিয়ে গেছে। টইটং ইউনিয়নের ধনিয়াকাটা, রমিজ পাড়া, ভেলোর পাড়া, পুরাদিয়া, বড় পাড়া, কাচারী পাহাড়, বটতলী জুম পাড়া, চৌকিদার পাড়া, গুদিকাটা প্লাবিত হয়েছে। শিলখালী ইউনিয়নের হাজীঘোনা ব্রিজ থেকে পহরচাঁদা পর্যন্ত ২ কিমি মেইন সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় পেকুয়ার সাথে চকরিয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়াও শিলখালীর পেটান মাতবর পাড়া ও হাজী ঘোনাসহ নিচু এলাকাগুলো পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান নুরুল হোছাইন। এদিকে বারবাকিয়া ইউনিয়নের ভারওয়াখালী এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত: