ঢাকা,শনিবার, ৪ মে ২০২৪

এইচএসসির ফল প্রকাশ ২৩ জুলাই , প্রতি সাবজেক্টের নাম্বার সহ দ্রুত ফল মোবাইল অ্যাপ এ

001প্রেস বিজ্ঞপ্তি ::

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ জুলাই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন এ তথ্য জানান। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২৩ অথবা ২৪ জুলাই যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল।

 তার মধ্যে থেকে ২৩ জুলাইকে বেছে নেওয়া হয়। প্রথা অনুযায়ী, ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরা হবে। পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

গত ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়ে ১৫ মে লিখিত পরীক্ষা শেষ হয়। প্রতি সাবজেক্টের নাম্বার সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দ্রুত পাবেন মোবাইল  অ্যাপ এ ।  ‘ইডুকেশন বোর্ড রেজাল্টস ইন বিডি’নামের অ্যাপটির নির্মাতা টেকটিউনস অ্যাপস।

প্রতি সাবজেক্টের নাম্বার সহ পুরো মার্কশীট ডাওনলোড করতে পারেন এই অ্যাপ দিয়ে মোবাইলেই। প্রতি সাবজেক্টের নাম্বার ও টোটাল মার্ক দেখতে অ্যাপ এ যার যার বোর্ড এর আইকন এ ক্লিক করতে হবে এবং অবশ্যই রেজিস্ট্রেশন নংঃ দিতে হবে । তাছাড়া অ্যাপটিতে এস এম এস ও ইন্টারনেটের

মাধ্যমে রেজাল্ট দেখার সুবিধা রয়েছে। সহজে ও দ্রুত রেজাল্ট দেখার জন্য প্রতিটি বোর্ড এর রেজাল্ট আলাদা আলাদা দেখার অপশন সহ বিকল্প লিঙ্ক দেওয়া আছে  যাতে করে বেশিক্ষন অপেক্ষা না করতে হয় । অন্যান্য সুবিধার পাশাপাশি ফেসবুকেও রেজাল্ট দেখতে পাবন ।

এন্ড্রয়েড মোবাইলের জন্য অ্যাপ টি ডাওনলোড করতে পারেন। ডাওনলোড লিংকঃ https://goo.gl/Zu8PNt অথবা টোটাল মার্ক দেখার জন্য  ডাওনলোড লিংকঃ https://goo.gl/BamY7b

আপনি চাইলে ফেসবুকেও এ রেজাল্ট পেতে পারেন  এই লিংক এ : https://goo.gl/DRrJyw টেকটিউনস অ্যাপস এর  পেজে  আপনার রোল নাম্বারটি কমেন্ট অথবা ইনবক্স করুন তাদের হেল্পলাইনের সদস্যরা আপনাকে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই জানিয়ে দিবে ।

অ্যাপটিতে এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য সংযুক্ত করা হচ্ছে যা  বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপকারে আসবে।

 সবার জন্য শুভ কামনা ।

পাঠকের মতামত: