ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পেকুয়ায় বসতবাড়িতে আগুন

xxপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় অগ্নিকান্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সুত্রপাত নিয়ে প্রতিপক্ষকে দায়ী করেছেন বাড়ি মালিকের স্ত্রী। পেকুয়া থানা পুলিশ অগ্নিকান্ড স্থান পরিদর্শন করেছেন। স্থানীয়রা জড়ো হয়ে আগুন লাগার বিষয়টি পুলিশকে প্রত্যক্ষ জানিয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে মালামাল, নগদ টাকা, স্বর্নালংকার সহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে সুত্র জানিয়েছে। এ বিষয়ে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক। প্রাপ্ত সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বুধামাঝিরঘোনা এলাকার সেকান্দর আলীর বসতবাড়ি আগুনে পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ওই বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। সেকান্দর আলীর স্ত্রী হাসিনা বেগম জানায়, গত ৩০ মে ঘুর্ণিঝড় মোরার সতর্ক সংকেতে জীবন বাচাতে আমার ছেলে আবদু রহিমকে নিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলাম। পথিমধ্যে একই এলাকার আবুল কাসেমের ছেলে মোস্তাক আহমদ, বশির আহমদের ছেলে মানিক, গোলাম বারীর ছেলে জোবাইদুল হক, আজিজুল হক সহ ১০/১১ জনের দুবৃর্ত্তরা আমার ছেলে রহিমকে আটকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ সময় তাকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। এ বিষয়ে পেকুয়া থানায় অবহিত করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে অধিক ক্ষিপ্ত হয়ে তারা পরদিন রাতে আমার বসতবাড়ি আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। আমরা পেকুয়া সদরে ভাড়া বাসায় থাকি। বাড়িতে কেউ না থাকার সুবাধে তারা আগুন দিতে সক্ষম হয়েছে। পরে মুঠোফোনে আমার শাশুড়ী,দেবর,দেবরের স্ত্রী বিষয়টি আমাকে জানায়।

##################

পেকুয়ায় শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে আহত

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার যুগ্ন সম্পাদক জহির উদ্দিন (৩৬)কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারে এ ঘটনা ঘটে শুক্রবার বিকেল ৫টার দিকে। আহত জহির উদ্দিন ওই ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার হাজ¦ী আলা মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় ধারালো কিরিচের মারাত্বক জখম রয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাজাখালী সবুজ বাজারে অতিরিক্ত টোল আদায় নিয়ে ব্যবসায়ীদের সাথে ইজারাদারের বনিবনা চলছিল। ওইদিন এ বিষয়ে স্বচিত্র প্রতিবেদনের জন্য পেকুয়ার মো.ফারুখ ও সাইফুল ইসলাম বাবুল দু’সংবাদকর্মী সবুজ বাজারে যান। বাজার পরিচালনা কমিটির সদস্য হওয়ার সুবাদে সংবাদকর্মীরা শ্রমিকলীগ নেতা জহির উদ্দিনের কাছ থেকে মতামত নেয়। জহির উদ্দিন সংবাদকর্মীদের অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীদের উপস্থিতিতে জহির উদ্দিনের সাথে হাতাহাতি হয় ইজারাদার জমির হোসেনের সাথে। আহত জহির উদ্দিন জানায় অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সাংবাদিকরা আমার কাছে বক্তব্য নেয়। আমি আসল বিষয়টি অবহিত করেছি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাকে লাঞ্চিত করে। ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় সন্ধ্যার দিকে তারা সংঘবদ্ধ হয়ে ফের জমির হোসেনের নেতৃত্বে আমিলা পাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আজম, শামসুল আলমের ছেলে হানিফ, কাইসার, রোকন, ইদ্রিস, নাছির উদ্দিনের ছেলে ছরওয়ার ও দেলোয়ারসহ ১০-১৫জনের দুর্বৃত্ত ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে।

##############

পেকুয়া সদর ইউপিতে দু’শ পরিবারেরর মাঝে চাল বিতরন

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়া সদর ইউনিয়নে ২শত পরিবারের মাঝে খাদ্য শষ্য বিলি করা হয়েছে। সদর ইউনিয়ন কার্যালয়ে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসব চাল দূর্গতদের মাঝে বিতরন করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ ওই কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এম.বাহাদুর শাহ, প্যানেল চেয়ারম্যান মাহবুল করিম, সচিব মহসিন উদ্দিন আহমদ, কৃষি উপসহকারি কর্মকর্তা ইমাম হোসেন সহ ইউপি সদস্যরা। প্রত্যেক উপকারভোগির মাঝে ১০ কেজি করে চাল বিলি করা হয়।

পাঠকের মতামত: