ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় শিক্ষক প্রতিনিধি সম্মেলন

পেকুয়া প্রতিনিধি ::pekua,,
বাংলাদেশ শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন/১৭ ইং গত ৬ মে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্রগ্রাম আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা এ,এম, এম শাহজাহান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্রগ্রাম আঞ্চলিক শাখার সিনিয়র সহসভাপতি গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ককসবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও চট্রগ্রাম আঞ্চলিক শাখার উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্রগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শামশুদ্দোহা, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, টইটং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, পেকুয়া মডেল জিএমসি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন প্রমুখ। বক্তারা বেসরকারী শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদানসহ বেসরকারী শিক্ষা প্রতিষ্টানকে জাতীয়করনের জোর দাবী জানানো হয়েছে। ২য় অধিবেশনে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমকে সভাপতি ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমকে সাধারন সম্পাদক, মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, শামশুদ্দোহাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার ২৭ সদস্য বিশিস্ট কমিটি পূনর্গঠন করা হয়।

পাঠকের মতামত: