ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পেকুয়ায় দুর্বৃত্তরা দখলে নিল দোকান অস্ত্রধারীদের তান্ডব-মালামাল লুট

নাজিম উদ্দিন, পেকুয়া ::lutpat

পেকুয়ায় দুর্বৃত্তরা দখলে নিল দোকানের একটি ফটক। একদল অস্ত্রধারীরা গভীর রাতে তান্ডব চালিয়ে গুড়িয়ে দিয়েছে ওই দোকানটি। এ সময় জবর-দখলের কুমানসে তারা দোকানের দু’টি পাকা দেয়াল মিশে দেয়। ওই স্থানে টিনের ঘিরা দিয়ে পাশ^বর্তী অপর একটি দোকানের সাথে একাকার করে নেয়। রাতে ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এ সুবাধে দখলবাজ চক্র ভাড়াটে অস্ত্রধারীদের নিয়ে দোকানে হানা দেয়। এ সময় তারা দোকানের বাউন্ডরী দেয়াল গুড়িয়ে দিয়ে দোকানটিতে ব্যাপক ভাংচুর ও তান্ডব চালায়। এমনকি প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ৮মে সোমবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কলেজ গেইট চৌমুহনী ষ্টেশনে। খবর পেয়ে চৌমুহনী বনিক সমিতির সভাপতি ও সেক্রেটারীর নেতৃত্বে ব্যবসায়ীরা ওই স্থান পরিদর্শন করেছেন। প্রাপ্ত সুত্রে জানা গেছে চৌমুহনী কলেজ গেইটে দু’শতক জায়গায় দু’টি নির্মান করেছিলেন সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার মৃত.রশিদ আহমদে ছেলে মহিউদ্দিন। একটিতে তিনি নিজেই ব্যবসা করেন। অপর একটি দোকান সদরের সিকদার পাড়া এলাকার নুরুল ইসলামকে ভাড়া দেয়। হানিফ কুলিং কর্ণার নামে এ দোকানে ব্যবসা করছেন। ওইদিন রাতে নুরুল ইসলাম দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে স্বসস্ত্র ভাড়াটে সন্ত্রাসী জড়ো করে একটি দখলবাজ চক্র দোকানের একটি ফটক দখলে নিয়েছে বলে ব্যবসায়ীরা জানান। দোকানের মালিক মহিউদ্দিন জানায় ৩৫১৩ দলিল ১৯৯৮ ও ৪৪০৬ ২০০৩ পৃথক দলিলমুলে দু’শতক জায়গা জমিদারবাড়ির নজমুল হক পুতুমিয়ার কাছ থেকে খরিদ করি। ওই সময় থেকে সেমিপাকা ঘর করে একটি দোকান ভাড়া দিই। অপর একটিতে আমি নিজে ব্যবসা করি। দোকানের দৈর্ঘ্য ২০হাত ও প্রস্থ ১৬হাত। ওইদিন রাতে সদও ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মৃত.তৈয়ম গোলালের ছেলে আমির হোসেন ভাড়াটে অস্ত্রধারীদের নিয়ে আমার দোকানে হানা দেয়। এ সময় তারা কুলিং কর্নারের পিছনের একটি কক্ষ রাতে দখলে নেয়। তারা দু’টি অংশের দেয়াল ভেঙ্গে ফেলে। কৌশলে আমার সীমানায় এসে টিনের ঘেরা দিয়ে দখলে নেয়। পাশ^বর্তী আমির হোসেনের মালিকানাধীন একটি দোকানের সাথে আমার দোকানঘরটি একাকার করে ফেলে। তারা আমার প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  ভাড়াটিয়া নুরুল ইসলাম এ কান্ড দেখতে পেয়ে আমাকে বিষয়টি জানায়। এ পরিস্থিতিতে আমি হতভম্ব হয়েছি। বনিক সমিতির নেতাদের জানানো হয়েছে। চৌমুহনী বনিক সমিতির সভাপতি রফিউল করিম মিন্টু ও সেক্রেটারী নেজাম উদ্দিন জানায় দোকনটি মহিউদ্দিন সওদাগরের। ভোর রাতে সম্ভবত এ ঘটনা সংঘটিত হয়েছে। আমরা বিষয়টি প্রত্যক্ষ করেছি। ভাংচুর চালানো হয়েছে। জঘন্য অন্যায় হয়েছে।

পাঠকের মতামত: