ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

পেকুয়ায় জিএমসি উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন স্থগিত

oniom_1গিয়াস উ‌দ্দিন, পেকুয়া:

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের জিএমসি উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত সময়ের একদিন আগে অনিয়ম এর আশ্রয় নিয়ে স্কুল ছাত্র পরিষদ নির্বাচন করায় ফলাফলকৃত নির্বাচন স্থগিত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ৩০ মার্চ এ নির্বাচন স্থগিত করে।

জানা গেছে, সরকার সারাদেশে স্কুল ছাত্র পরিষদ নির্বাচন নির্ধারিত গত ৩০ মার্চ বৃহস্পতিবার। কিন্তু জিএমসি স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জহির উদ্দিন অনিয়মের আশ্রয় নিয়ে গোপনে ২৯ মার্চ এ নির্বাচন সম্পূর্ন করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে এ অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ শুরু করে অভিভাবক ও স্কুল শিক্ষার্থীরা। সর্বশেষ নুর মুহাম্মদ নামের এক অভিভাবক লিখিত অভিযোগ দায়ের করলে নির্বাচন স্থগিত করা হয় এবং আগামী সোমবার এ নির্বাচন হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানায়।

পাঠকের মতামত: