ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত, ঘাতক ট্রাক পুড়ালেন বিক্ষুব্ধ জনতা

FB_IMG_1489814831891পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় ট্রাক চাপায় সাইফুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার  ১৮ মার্চ  সকাল সাড়ে  ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র একই ইউনিয়নের মটকাভাংগা এলাকার শফিউল আলমের পুত্র ও মগনামা জাগরণ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। সাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে দুঘটনার শিকার হয় ওই স্কুলছাত্র।

এদিকে, স্কুলছাত্র নিহত হবার ঘটনায় ঘাতক গাড়িটি (মুন্সিগঞ্জ ট ১১-০০০১) পুড়িয়ে দেন স্থাmail.google.comনীয় বিক্ষুব্ধ জনতা।

পরে পুলিশ ও ফায়ার সাভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে। এর আধাঘণ্টা পরে অতিরিক্ত পুলিশ ফোস, মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম ও ইউপি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে, ফায়ার সাভিস সদস্যরা আগুন নেভানোর আগেই পুরো গাড়ী পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করছি। নিহতের পরিবারের সাথে কথা বলেছি। এব্যাপারে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: