ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ২০০০ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত মোবাইল কোম্পানিগুলো থেকে সরকার ২৪ হাজার ৫৯৬ কোটি ৪১ লাখ টাকা আয় করেছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, চলতি অর্থবছরে মোবাইল কোম্পানিগুলো থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ৫৮২ কোটি ৮৯ লাখ টাকা।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে মোট আয়ের মধ্যে গ্রামীণ ফোন থেকে ১১ হাজার ৩৬০ কোটি ৪৮ লাখ টাকা, রবিআজিয়াটা থেকে ৫ হাজার ২৭৩ কোটি ৭৩ লাখ টাকা, বাংলা লিংক থেকে ৫ হাজার ২০৮ কোটি ৩ লাখ টাকা, এয়ারটেল থেকে ১ হাজার ৫৯৫ কোটি ৬৯ লাখ টাকা, টেলিটক থেকে ৪৬০ কোটি ৯৮ লাখ টাকা ও সিটিসেল থেকে ৬৯৭ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। । বাসস
পাঠকের মতামত: