ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার ডুলাহাজারায় বস্থাভর্তি মদ সহ উপজাতীয় মাদক পাচারীকে আটক করেছে পুলিশ

IMG_20170227_150517মনির আহমদ  ।।
চকরিয়ার ডুলাহাজারায় বস্থাভর্তি দেশীয় মদ সহ এক উপজাতীয় মাদক পাচারীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর আড়াইটায় স্থানীয় জনতার সহযোগীতায় লোকাল চান্দেঁর গাড়ীতে তল্লাসী চালিয়ে এসব মদ আটক করা হয়।
চকরিয়া থানার এসআই দেবব্রত ও এস আই এনামুল জানান, ইনফরমারের মাধ্যমে খবর পেয়ে ডুলাহাজারা-হারগেজা সড়কের জীপ ষ্টেশনে গিয়ে লোকাল চাঁন্দরগাড়ী (জীপ) গাড়ীতে তল্লাসী চালাই। দুপুর আড়াইটায় স্থানীয় জনতার সহযোগীতায় লোকাল চান্দেঁর গাড়ীতে তল্লাসী চালিয়ে বস্থাভর্তি প্লাষ্টিকের বোতলে আনুমানিক ২৫ লিটার মদসহ  চেমং মার্মা (৩৫)কে আটক করি। সে লামা উপজেলার হারগেজা ব্লকের মাঝেরপাড়া গ্রামের কিয়াচিং মার্মার পুত্র বলে জানা গেছে। তার বিরোদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করবেন বলে জানিয়েছেন পুলিশ।

পাঠকের মতামত: