ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চাচাতো ভাইকে পেটালেন আ’লীগের সভাপতি

pekua,,পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় আপন চাচাতো ভাইকে পেটালেন উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এটিএম বখতিয়ার উদ্দিন চৌধুরী। এ ঘটনার জের ধরে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নুরীরপাড়া ও গুদারপাড়া এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্যে মারধর ও জামা কাপড় ছিঁড়ে ফেলায় হামলার শিকার ওই ব্যক্তি বিষয়টি ভারপ্রাপ্ত সভাপতির ছোট ভাই উজানটিয়া ইউপির চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম চৌধুরীকে নালিশ দেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উজানটিয়া ইউনিয়নের হাজি¦র ঘোনা নামক স্থানে। মারধরের শিকার ব্যক্তির নাম এম,বোরহান উদ্দিন চৌধুরী (৫২)। তিনি নুরীরপাড়া এলঅকার মৃত.মোজাফ্ফর আহমদ চৌধুরীর ছেলে। বখতিয়ার উদ্দিন চৌধুরীর আপন চাচাতো ভাই তিনি। প্রত্যক্ষদর্শী ও ভিকটিম বোরহান উদ্দিন জানায় হাজি¦র ঘোনা এলাকায় বন্দোবস্তিমুলে তার তিন ভাই নাজেম উদ্দিন চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী ও বেলাল উদ্দিন চৌধুরী সাড়ে চার একর জায়গার ভোগ দখলদার। পাশ^বর্তী স্থানে বখতিয়ার উদ্দিন চৌধুরী ও তার দু’ভাই শাহাব উদ্দিন চৌধুরী, কফিল উদ্দিন চৌধুরীও বন্দোবস্তিমুলে জায়গা ভোগ করছে। ঘটনার দিন সকালে বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘেরে রিং বাধ তৈরির জন্য শ্রমিক দিয়ে মাটি কাটা কাজ শুরু করে। জানা গেছে বখতিয়ার উদ্দিন গং দু’একর আশি শতক জায়গার মালিক। অভিযোগ উঠেছে তিনি রিংবাধ দিয়ে দখল করছিলেন প্রায় চার একর জায়গা। অতিরিক্ত তিন কানি জায়গা নাজেম উদ্দিন গংদের কাছ থেকে রিংবাধ দিয়ে জোর করে জবর-দখল করছিলেন। এ সময় তিন ভাইয়ের কার্যকারক বোরহান উদ্দিন চৌধুরী ওই স্থানে গিয়ে মাটি কাটা কাজ নিষেধ করছিলেন। এ সময় ক্ষেপে গিয়ে আ’লীগ নেতা বখতিয়ার উদ্দিন তাকে শ^ারীরিক লাঞ্চিত করে। এক পর্যায়ে তিনি বোরহান উদ্দিনের জামা কাপড় টানা হেছড়া করে ছিড়ে দেয়।

পাঠকের মতামত: