ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

পেকুয়ায় চাদাঁবাজির প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ

pekua,,পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় কাচারীমুড়া ষ্টেশনে কর্মবিরতি পালন করে ব্যবসায়ীরা। পেশিশক্তি ও অব্যহত চাঁদা দাবির বিরুদ্ধে সোচ্চার হতে উপজেলার শিলখালী ইউনিয়নের কাচারীমুড়া ষ্টেশনে সব দোকানপাঠ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ছিল। এসময় গতকাল ২২জানুয়ারি রবিবার সকাল ১০টার দিকে ওই ষ্টেশনের অর্ধ শতাধিক ব্যবসায়ীরা সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। চড়াপাড়া টৈটং বাশঁখালী সড়কের কাচারীমুড়া ষ্টেশন পয়েন্টে ব্যবসায়ীরা সড়কে নেমে তারা বিভিন্ন দাবি দাওয়া ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার দাবিতে বিক্ষোভে মিলিত হয়েছেন। খবর পেয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুর কাদের ওইদিন সকাল ১১টার দিকে কাচারীমুড়া ষ্টেশন পরিদর্শন করেছেন। এসময় ব্যবসায়ীদের অভিযোগ অনুযোগ অবলোকন করেছেন। এসময় ব্যবসায়ীদের দাবি দাওয়ার প্রতি একমত পোষন করে কাচারীমুড়া ষ্টেশনে ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থি যেকোন কাজ কঠোর হস্তে দমনের আশ^াস দেন তিনি। ব্যবসায়ীরা পুলিশ কর্মকর্তার অনুরোধে কর্মবিরতি স্থগিত করেন ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে। এদিকে সম্প্রতি শিলখালী ইউনিয়নের কাচারীমুড়া ষ্টেশনে স্থানীয় দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এর জের ধরে গত দু’দিনে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে একাধিকবার। সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে দু’টি পক্ষ তৈরি হয়েছে। এনিয়ে পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান স্থানীয় কিছু কসাই সংঘবদ্ধ হয়ে কাছারীমুড়া ষ্টেশনে ব্যবসায়ীদের জিম্মি করেছে। তারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাদাবিসহ নানা ধরনের হয়রানি করছে। অপর একটি অংশ ব্যবসায়ীদের উথ¥াপিত এ অভিযোগ সরাসরি নাকচ করেছেন। তারা জানায় কাছারীমুরা ষ্টেশনে শত বছরের একটি সার্বজনীন কবরস্থান রয়েছে। ব্যবসায়ীদের কয়েকজন নেতা ওই কবর স্থানের ভুমি গুটি কয়েক ব্যক্তিকে ঘর তৈরির জন্য দখলে দিয়ে হাতিয়ে নিয়েছে টাকা। এর সুত্র ধরে কসাই পাড়ার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা প্রতিবাদ করে। এনিয়ে বাড়াবাড়ি ও হাকাবকা হয়েছে। কবরস্থানের বিরোধ নিষ্পত্তি করতে শীলখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী কাছারীমুরা ষ্টেশনের এক ব্যবসায়ী ও অপর একজন সিনিয়ন আ’লীগ নেতাকে দায়িত্ব দেন। কিন্তু তাদের ভুমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এরপর কবরস্থান দখল অব্যহত থাকে। কসাইরা এর বিরুদ্ধে অধিক সোচ্চার হন। স্থানীয়রা জানান এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে ব্যবসায়ীক কয়েকজন নেতা বিক্ষোভ কর্মসুচি ও দোকানপাট বন্ধ রাখে। এ ব্যাপারে কাছারীমুরা ষ্টেশন পরিচালনা কমিরি সেক্রেটারী ও ওর্য়াড় আ’লীগ সভাপতি বাহাদুর জানায় কসাইরা মদপান করে ষ্টেশনে এসে মাতলামি করে। ব্যবসায়ীরা তাদের অত্যচারে অতিষ্ট হয়েছে। ষ্টেশনের বেশ কয়েকটি দোকান সম্প্রতি চুরি হয়েছে। তাই দোকানপাট বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সাবেক ইউপি সদস্য ও আ’লীগ নেতা লালমিয়া জানায় কসাইদের কোন দোষ নেই। কবরস্থানটি আমাদের পুর্ব পুরুষের। প্রায় ৫-৬টি গ্রামের একমাত্র কবরস্থান এটি। বাহাদুরসহ কয়েকজন লোক কবরস্থানের জায়গা বিক্রি করে টাকা নিচ্ছে। কসাইরা প্রতিবাদ করেছে। কিন্তু তারা এ ঘটনাকে উল্টোভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। শিলখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচি জানায় শিলখালীর মধ্যে কাছারীমুরা কসাইপাড়া আ’লীগের দুর্গা। যারা নাশকতা ও সহিংষতার সাথে জড়িত সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করে তারা আ’লীগের নিরহ কর্মীদের বিরুদ্ধে এটি চক্রান্ত করছে। কবরস্থানের জায়গা বেচাকেনা হচ্ছে। তারা আবার ব্যবসায়ীদের নিয়ে মিছিল করছে। এটি সাজানো। পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মনজুর কাদের জানায় ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করবে। কর্মসুচি প্রত্যাহার করা হয়েছে। ব্যবসায়ীরা স্ব-স্ব প্রতিষ্টানে যোগদান করেছে।

পাঠকের মতামত: