ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় নারিকেল গাছ থেকে পিছলে পড়ে কিশোরের মৃত্যু

mirtuজহিরুল আলম সাগর, চকরিয়া :::

চকরিয়ায় নারিকেল গাছ থেকে পড়ে মো. তৌহিদুল ইসলাম (১৬) নামের এক কিশোর মারা গেছে। উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের মাটিরটিলা পাড়ায় এ ঘটনা ঘটে। তৌহিদুল ইসলাম ওই এলাকার আবুল কাশেমের ছেলে। গত ২০জানুয়ারী শুক্রবার বিকাল ৫টার দিকে মর্মান্তিক এঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকাল ৫টার দিকে তৌহিদুল ইসলাম নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে। এ সময় পা পিঁছলে পড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তার স্বজনেরা দ্রুত উদ্ধার করে ইউনিয়নের পাশ^বর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়। মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মতলব।###

পাঠকের মতামত: