ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে নির্মাণ হচ্ছে ২৮৫ কি:মি: মেরিন ড্রাইভ সড়ক

sssফরিদুল মোস্তফা খান, কক্সবাজার থেকে :::
বিনিয়োগ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার উপকূল পর্যন্ত ২৮৫ কিলোমিটার চার লেনের বিকল্প মহা সড়ক বা মেরিন ড্রাইভ নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। যেটা এখন প্রক্রিয়া চলছে। এ সড়কটির একপাশে থাকবে বিশাল সমুদ্রের নৈর্সগিক সৌন্দর্য। অপর পাশের এলাকা থাকবে অনেকটা খোলা। বিশেষজ্ঞদের মতে, সড়কটির আরেক পাশটিও হবে গুরুত্বপূর্ণ। কেননা, এ প্রকল্পকে ঘিরে সমুদ্রের কাছে গড়ে উঠতে পারে স্বাস্থ্য, শিক্ষা, খেলাধূলা, পর্যটনসহ জোন ভিত্তিক নানা উন্নয়ন প্রকল্প। মেরিন ড্রাইভ নির্মাণ শুরুর আগেই একটি সমন্বিত পরিকল্পনা দরকার। যা সড়কটির দু’পাশের জায়গা ব্যবহার করে জোন ভিত্তিক নানা উন্নয়ন প্রকল্প গড়ে তোলা সম্ভব হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যবসায়িদের দাবি, মেরিন ড্রাইভ প্রকল্পটিকে বিনিয়োগ বান্ধব করতে গেলে কাজে লাগাতে হবে এর আশের পাশের এলাকা। নতুবা আশেপাশে নানা স্থাপনা হবে অপরিকল্পিতভাবে। তাতে ব্যহত হবে ব্যবসায়িক পরিবেশ। মেরিন ড্রাইভ প্রকল্পের কাজ শুরুর আগে তাই নিকটবর্তী জায়গা ব্যবহার নিয়ে এখনই একটি পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দিলেন বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত: