ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

নদী পরিব্রাজক দল’র দিনব্যাপী নদী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

coxs logoখবর বিজ্ঞপ্তি ::::

বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার আয়োজনে দিনব্যাপী নদী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘নদী নের্তৃত্ব ও নদী রক্ষা’ শীর্ষক কর্মশালা শনিবার ১৪ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব:) ফোরকান আহমদ। কক্সবাজার সাংবাদিক কোষ প্রণেতা, কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজাদ মনসুর’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি, বাঁকখালী বাঁচাও আন্দোলনের সভাপতি ও প্রশিক্ষণ প্রস্তুতি কমিটির আহবায়ক সরওয়ার সাঈদ। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম’র উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া কর্মশালা প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক, হালদা নদী বিশেষজ্ঞ ড. মন্জুরুল কিবরিয়া। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি, নদী গবেষক, বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব মো: মনির হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কক্সবাজারকে রক্ষা করতে হলে বাঁকখালী নদীকে স্বরূপে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের পাশাপাশি সাধারণ মানুষদেরও সচেতন হওয়া দরকার। নদীর ঐতিহ্য রক্ষা করতে হলে দলাদলিকে ছাপিয়ে বাঁকখালী রক্ষা, উন্নয়ন, সংরক্ষণ ও স্বরূপে ফিরে আনার দায়িত্ব কক্সবাজারের মানুষের। সবার সহযোগিতা পেলেই নদী ভিত্তিক পর্যটন এলাকা গড়ে তুলা সম্ভব।

প্রধান প্রশিক্ষক ড. মন্জুরুল কিবরিয়া বলেন, নদীকে দেখা, বুঝাসহ নদীর প্রাথমিক ধারণা দেয়ার মাধ্যমে নদী প্রেমি ও প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নদীকে জানতে ও বুঝতে পারবে। নদী ভাল আছে কি খারাপ আছে তার দেখ ভাল করা আমাদের সবার দায়িত্ব। নদী রক্ষা করতে হলে নদী কেন্দ্রিক সমস্যাগুলো চিহ্নিত করে এগোতে হবে। নদী স্বাস্থ্য ভাল রেখে নদীকে দখল, দুষণ, নাব্যতা ফেরাতে বিরাজমান চ্যালেঞ্চ মোকাবেলা করার মানসিক চিন্তা লালন করে সবাইকে একযোগে কাজ করতে হবে। এধরণের অনেকগুলো আশা জাগানিয়া স্বপ্ন দেখালেন বিশিষ্ট হালদা নদী বিশেষজ্ঞ ড. মন্জুরুল কিবরিয়া।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রশিক্ষক মো: মনির হোসেন বলেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদীর জলাশয় রক্ষা, পরিবেশ রক্ষা, উন্নয়ন, সংরক্ষণ ও নদী তীরবর্তী জনগোষ্ঠির কল্যাণে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। নদী কেন্দ্রিক সকল ভাল কাজে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় কমিটির পানি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সামস, জেলা শাখার সভাপতি এড. আবুহেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক কায়েস সিকদার, সহ সভাপতি কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো: তুহিন। প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

পাঠকের মতামত: