ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ছিনতাইকারীর হামলায় ভাই-বোন আহত লক্ষাধিক টাকার মালামাল লুট

hamla__1চকরিয়া অফিস:

চকরিয়া পৌরশহরে পুরাতন বাসষ্টেশন এলাকায় ছিনতাইকারীর হামলায় মুজিবুর রহমান (১৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। এসময় তাদের কাছ থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। বৃহস্পতিবার বিকাল ২টার চিরিঙ্গা পুরাতন বাসষ্টেশন এলাকায় এঘটনা ঘটে। আহত মুজিব উত্তর লক্ষ্যারচর ইউনিয়নের হাজীপাড়া এলাকার মোতালেব হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন মুজিব লক্ষ্যারচর ছিকলঘাট থেকে তার বোনের বিয়ের বাজার করতে পৌরশহরে আসছিলো। ওইসময় ৩-৪জন ছিনতাইকারী মাতামুহুরী ব্রিজ এলাকা থেকে তাদের বহনকারী টমটম গাড়িতে উঠে। এসময় অর্তকিত অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে মুজিবুর রহমানকে জিম্মি করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বাম হাতে মারাত্মক জখম করে নগদ ৬০হাজার টাকা, দুটি মোবাইল সেট লুট ও তার সাথে থাকা বোনের স্বর্ণের গলা থাকা চেইনটি লুট করে নিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। ছিনতাইয়ের ঘটনাটি চকরিয়া থানা পুলিশকে জানানো হয়েছে। ##

পাঠকের মতামত: