ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

খুটাখালী কিশলয় স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :::  জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ২০১৭ সালের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার ৫ জানুয়ারী সম্পন্ন হয়েছে। যথারিতী সকাল ১০ টায় পরীক্ষা আরম্ভ হয়ে দুপুর ১২ টা নাগাদ শেষ করা হয়। পরীক্ষা উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতী গ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন সময় হল পরিদর্শণ করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম খাঁন, এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির, ম্যানেজিং কমিটির সদস্য খুরশেদ আলম চৌধুরী মিন্টু, মো: আয়াজ, মাষ্টার রেজাউল করিম রেজু, নাজেম উদ্দিন হেলালী, এম বেলাল আজাদ, সাংবাদিক সেলিম উদ্দিন, মোহাম্মদ হোছাইন, সিনিয়র শিক্ষক বাহাদুল হক, এনামুল হক, মুবিনুল হক চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির জানিয়েছেন ভর্তি পরীক্ষায় নার্সারী শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী সাধারণ ও ভোকেশনাল শাখায় প্রায় সাড়ে ৪ শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ৩৮১ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় উত্তির্ণ হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে নার্সারীতে ১৯, নার্সারী বি তে ১৪, প্রথম শ্রেণীতে ১৩, দ্বিতীয় শ্রেণীতে ৬, তৃতীয় শ্রেণীতে ১০, চতুর্থ শ্রেণীতে ১৭, পঞ্চম শ্রেণীতে ১৫, ষষ্ট শ্রেণীতে ১৪০, সপ্তম শ্রেণীতে ২৬, অষ্টম শ্রেণীতে ২৭, নবম শ্রেণী (সাধারণ) ৩৭, নবম ভোকেশনাল শাখার ইলেক এ ৩০, ড্রেসে ২৭ জন ছাত্র-ছাত্রী পাশ করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী ১০ জানুয়ারী মঙ্গল বারের মধ্যে সম্পন্ন করার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল রোল নং অনুসারে নি¤œরূপঃ

নার্সরী- এ ২২, ৭০, ৭৬, ৮৫, ১১৪, ১৩৪, ১৪৫, ১৪৬, ১৫৫, ১৭৮, ২১০, ২১৪, ২৫৩, ২৮৩, ৩০৯, ৩১৩, ৩২৭, ৩৫৩, ৩৭৩, সর্বমোট ১৯ জন।

নার্সারী- বি : ০৪, ১৪, ১৫, ২০, ২৩, ১০৪, ১৩৫, ১৪৮, ১৬১, ১৬৯, ১৭৬, ২০৬, ২৫৬, ৩৫২, সর্বমোট ১৪ জন।

প্রথম শ্রেণী: ১০, ৯৪, ১৩৮, ১৬৬, ১৮৫, ২০৮, ২১৮, ২৬৮, ২৭৬, ৩১৬, ৩৪২, ৩৬৫, ৩৬৬ সর্বমোট ১৩ জন।

দ্বিতীয় শ্রেণী : ১৬, ৩২, ২১১, ২২২, ২৮৬, ৩৯৮ সর্বমোট ০৬ জন।

তৃতীয় শ্রেণী : ১৭, ৪১, ১৬৩, ১৭৩, ২১৩, ২৩৩, ২৪৩, ৩০৫, ৩১৮, ৩৭৭ সর্বমোট ১০ জন।

চতুর্থ শ্রেণী : ৩৭, ৩৯, ৯০, ১১২, ১১৮, ১২৫, ১২৬, ১৩০, ১৫২, ১৫৩, ১৭২, ২০৯, ২৩০, ২৩৬, ৩৫৭, ৩৮০, ৩৮৮ সর্বমোট ১৭ জন।

পঞ্চম শ্রেণী : ২৪, ৫১, ৯৮, ১৬৭, ১৮৬, ১৯৫, ২৩১, ২৪১, ২৫৭, ২৫৮, ২৬৩, ২৭১, ২৮২, ৩৪১, ৩৬৪ সর্বমোট ১৫ জন।

ষষ্ট শ্রেণী : ০১, ০২, ০৩, ০৬, ০৭, ০৯, ১৯, ২৬, ২৭, ৩০, ৩৪, ৩৬, ৩৮, ৪২, ৪৪, ৪৬, ৪৯, ৫০, ৫২, ৫৩, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৭১, ৭২, ৭৩, ৭৭, ৮১, ৮২, ৮৪, ৮৬, ৮৮, ৮৯, ৯১, ৯৬, ৯৭, ১০৫, ১০৬, ১১০, ১২০, ১২৩, ১২৪, ১২৭, ১২৮, ১৩২, ১৩৩, ১৩৬, ১৩৯, ১৪০, ১৪১, ১৪২, ১৪৩, ১৪৪, ১৪৯, ১৫০, ১৫৬, ১৫৮, ১৬২, ১৬৪, ১৭০, ১৭৪, ১৮২, ১৮৪, ১৮৮, ১৯০, ১৯১, ১৯৩, ১৯৪, ১৯৮, ২০১, ২০২, ২০৭, ২১২, ২১৬, ২২০, ২২৪, ২৩৭, ২৩৮, ২৩৯, ২৪৫, ২৪৬, ২৫১, ২৫২, ২৫৪, ২৬১, ২৬৪, ২৬৬, ২৭৪, ২৮৯, ২৯০, ২৯১, ২৯২, ২৯৬, ২৯৮, ২৯৯, ৩০০, ৩০৮, ৩১২, ৩১৫, ৩১৭, ৩১৯, ৩২২, ৩২৩, ৩২৪, ৩২৯, ৩৩১, ৩৩২, ৩৩৪, ৩৩৫, ৩৪৩, ৩৪৬, ৩৪৮, ৩৪৯, ৩৫০, ৩৫৪, ৩৫৬, ৩৫৮, ৩৫৯, ৩৬১, ৩৬৩, ৩৬৭, ৩৬৯, ৩৭২, ৩৭৮, ৩৭৯, ৩৮৫, ৩৮৭, ৩৮৯, ৩৯০, ৩৯৯, ৪০০ সর্বমোট ১৪০ জন।

সপ্তম শ্রেণী: ৮৩, ৮৭, ৯২, ৯৯, ১১১, ১১৩, ১২১, ১৭১, ১৮১, ২০০, ২১৫, ২৪৯, ২৬২, ২৭২, ২৮৫, ২৯৩, ৩০২, ৩২১, ৩২৫, ৩৩০, ৩৩৮, ৩৫৫, ৩৬০, ৩৭৫, ৩৮৩, ৩৯২ সর্বমোট ২৬ জন।

অষ্টম শ্রেণী: ১৮,৩৩, ৭৫, ৭৯, ৮০, ৮১, ১০১, ১৫১, ১৬০, ১৮৩, ২০৪, ২২১, ২২৭, ২৪৮, ২৬০, ২৭০, ২৭৭, ২৮৪, ৩০১, ৩১৪, ৩৩৩, ৩৩৭, ৩৪৪, ৩৬৮, ৩৮২, ৩৮৪, ৩৯৬, ৩৯৭ সর্বমোট ২৭ জন।

নবম শ্রেণী (সাধারণ) ২৮, ৭৪, ৯৩, ৯৫, ১০৭, ১০৮, ১১৬, ১২২, ১২৯, ১৩১, ১৫৪, ১৫৭, ১৬৭, ১৮৭, ১৮৯, ১৯৯, ২০৩, ২০৫, ২২৮, ২৫৯, ২৬৫, ২৬৭, ২৮৮, ৩০৩, ৩১০, ৩২০, ৩২৮, ৩৩৬, ৩৬২, ৩৭৬, ৩৮১, ৩৮৬, ৩৮৮, ৩৯১, ৩৯৩, ৩৯৪, ৩৯৫ সর্বমোট ৩৭ জন।

নবম শ্রেণী (ইলেক): ০৮, ১১, ১৩, ১৪, ১৬, ১৭, ২১, ২২, ২৩, ২৫, ২৬, ৩০, ৩২, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪৩, ৪৭, ৫০, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৯ সর্বমোট ৩০ জন।

নবম শ্রেণী (ড্রেস): ০৩, ০৪, ০৭, ১৫, ১৮, ১৯, ২৭, ২৯, ৩৩, ৪২, ৫১, ৬১, ৬২ সর্বমোট ১৩ জন। এছাড়া ও নি¤œ লিখিত রোলধারী ড্রেস মেকিং ট্রেডে ভর্তি হতে পারবে। ০১, ০২, ০৫, ০৬, ০৯, ২৮, ৪১, ৪৪, ৪৫, ৪৬, ৪৮, ৪৯, ৫৮, ৬০ সর্বমোট ১৪ জন।

৫ জানুয়ারী ১৭”

পাঠকের মতামত: