ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় হযরত ফাতিমা (রাঃ) বালিকা আলিম মাদ্‌রাসায় বই উৎসব পালিত

14831চকরিয়া নিউজ ডেস্ক :::

চকরিয়া উপজেলাধীন বি এম চর ইউনিয়নের বেতুয়া বাজারে অবস্থিত হযরত ফাতিমা (রাঃ) বালিকা আলিম মাদ্‌রাসায় ২০১৭ সালের বই উৎসব আজ সকাল ১০টায় বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উদ্‌যাপিত হয়েছে। এতে প্রথম শ্রেণি হতে নবম শ্রেনি পর্যন্ত নতুন বই বিতরণ করেন মাদ্‌রাসার গভর্ণিং বডির সভাপতি  এম আজিজুর রহিম, মাদ্‌রাসার অধ্যক্ষ মাওলানা কবির হোছাইন। এছাড়া উক্ত বই উৎসবে আরো উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্যগণ, শিক্ষক ও অভিভাবকগণ।

পাঠকের মতামত: