ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ডুলাহাজারা বাজারে ডাকাতদের গুলিতে আহত ১

ছালাম কাকলী :
ডুলাহাজারা বাজারে ডাকাতদের গুলিতে নুরুল কবির নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ যুবকের বাড়ী রংমহল গ্রামে। এ ঘটনাটি ঘটেছে গত ২৭ ডিসেম্বর রাত ১টায়।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারের নৈশ প্রহরী বাবুল ও মরকজ রোডে গেইট ডাককারীর প্রতিনিধি নুরুল কবির ২৭ ডিসেম্বর রাতে মরকজ রোডস্থ লাল মিয়া মার্কেটের সামনে গল্প করছিল। এ সময় বাজারে একটি ছারপোকা গাড়ী ঘুরাফেরা করছিল। গাড়ীটির গতিবিধি সন্দেহ হওয়ায় নুরুল কবির গাড়ীটির পাশে গিয়ে দেখার চেষ্টা করলে গাড়ীটিতে থাকা ১০-১২ জন মুখোশধারী লোকজন দেখে তার সন্দেহ আরো বেড়ে যায়। এ সময় তিনি হাউমাউ করে চিল্লাচিল্লি করলে বাজারের নৈশ প্রহরী ও অন্যান্য লোকজন গাড়ীটির দিকে এগিয়ে যায়। ডাকাতরা তাদের উদ্দেশ্যে পর পর ২রাউন্ড গুলি বর্ষণ করলে উপস্থিত লোকজন পিছু হটে। ফলে ডাকাতবাহী গাড়িটি পূর্ব দিক হয়ে ফাঁসিয়াখালীর দিকে চলে যায়। গুলিবিদ্ধ যুবক নুরুল কবিরকে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সারা রাতভর ডুলাহাজারা বাজার ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে গেছে। একই রাতে ডুলাহাজারা রংমহলের পূর্ব পাশে লাগোয়া লামা ফাঁসিয়াখালীর বগাইছড়ীর নাছির মাস্টারের বাড়ী থেকে অস্ত্রের মূখে ৪টি গরু ১টি গাড়ীতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে । এ নিয়ে ডুলাহাজারা বাজার ব্যবসায়ীদের মাঝে চলছে ডাকাত আতংক ।

পাঠকের মতামত: