ছবির ক্যাপশন: চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী।
চকরিয়া অফিস:
জেলা পরিষদ নির্বচনে আওয়ামীলীগ সমর্থিত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন; আমি নির্বাচিত হলে সকলেই সম্মানিত হবেন। আমার কাছে কোন দলের নেতাকর্মীরা অসম্মানিত হবেন না। কে কোন দলের সেটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে সকলেই জনপ্রতিনিধি। জনগণ নির্বাচিত করে সম্মান দিয়েছেন, আমার কাছেও সম্মান পাবেন। প্রত্যেকে সমান সুযোগ পাবেন। সব এলাকায় সমভাবে উন্নয়ন হবে। তিনি গতকাল ২৫ ডিসেম্বর চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ কালে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি এদিন হারবাং, পূর্ব বড়ভেওলা, বিএমচর, ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের নিয়ে স্ব স্ব ইউনিয়নে মতবিনিময় সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন যথাক্রমে হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরন, পূর্ব বড়ভেওলার চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, বিএমচরের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন, খুটাখালীর চেয়ারম্যান মৌলানা আবদুর রহমান। এসব মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাগুলোতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সহসভাপতি এড়. আমজাদ হোসেন, রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সদস্য বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, সহসভাপতি ফজলুল করিম সাঈদী, মোক্তার আহমদ চৌধুরী, ফিরোজা আমজাদ, জামাল উদ্দিন জয়নাল, শফিউল আলম বাহার, মাষ্টার শফিউল আলম শফি, দারুছ ছালাম রফিক, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, মেম্বার বেলাল উদ্দিন, মোঃ সোলাইমান, নুরুল আবছার, চৌফলদন্ডীর চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, খুরুসকুলের চেয়ারম্যান জসিমউদ্দিন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, হাজী নুরুল ইসলাম, মেম্বার উচাচিং, পূর্ববড় ভেওলার সাইফুল ইসলাম, ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল হাসান প্রমুখ।
পাঠকের মতামত: