ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রামুতে হাতির আক্রমনে নারী নিহত

15494093_1023695834443622_2222650956805_nখালেদ হোসেন টাপু,রামু:

রামু জোয়ারিয়ানালায় পাহাড়ের লাকড়ী সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমনে রোকেয়া বেগম (৪০) নামে ৩ সন্তানের জননীর করুন মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ১০ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে জোয়ারিয়ানালা রেঞ্জের আওতায় গুরা কাটা ঝিরি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া আদর্শ গ্রাম এলাকার সৈয়দ হোসেনের স্ত্রী। এদিকে মিজানুর রশিদ আমিন রুবেল মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

পাঠকের মতামত: