ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ইউএনও-এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে…..

ovijog_1আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইসলামনগর এলাকায় সরকারী বনভূমি ও খাস জমি বন্দোবস্তি দেওয়ার কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’র নাম ভাঙ্গিয়ে এলাকার নিরীহ ও দরিদ্র ৭৭ পরিবারের কাছ থেকে সাড়ে ৭লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এনিয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় হান্নান ড্রাইভার, ফাতেমা বেগম, আবদুল হাই সহ ভুক্তভোগীরা অভিযোগ করেন. কৈয়ারবিল ইসলামনগর এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন এসব পরিবার। তাদের স্ব স্ব ভোগ দখলীয় জমি বন্দোবস্তি এনে দেওয়ার কথা বলে স্থানীয় কৈয়ারবিল ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মৌলভী কুদ্দুছ ও রাইটার নুরুল আলম ওই এলাকার নিরীহ ৭৭টি পরিবারের কাছ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে উৎকোচ দেওয়ার মিথ্যা আশ^াসে গত ৭বছর পূর্বে সাড়ে ৭লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি সার্ভেয়ার বশিরের মাধ্যমে লোকদেখানো জমির পরিমাপও করেছেন। তন্মধ্যে ইলিয়াছের কাছ থেকে ৩৫হাজার, হান্নান ড্রাইভার সাড়ে ৪হাজার, ফাতেমা বেগম সাড়ে ৪হাজার, আবদুল হাই ৬হাজার সহ প্রতিজন থেকে নেওয়া হয়েছে ৪হাজার থেকে ৩৫হাজার টাকা পযর্ন্ত। সর্বশেষ চলতি সনের গত ১ ডিসেম্বর অভিযুক্তরা জমির বন্দোবস্তির এনে দেওয়ার কথা বলে নতুন করে আরো ৩লাখ টাকা চাঁদা দাবী করেন। ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

পাঠকের মতামত: