ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রামুতে গাঁজা ও ইয়াবা বিক্রেতার ৬ মাসের কারাদন্ড

copy-of-ramu-news-pic-29-11-2016ramu-news-pic-29-11-2016সোয়েব সাঈদ, রামু ::

কক্সবাজারের রামুতে গাঁজা ও ইয়াবা বিক্রির দায়ের শামশুল আলম (৪২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রামু উপজেলার নিবার্হী ম্যাজিষ্ট্রেট ইউএনও মো. শাজাহান আলী অভিযুক্ত মাদক বিক্রেতার বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন।

আটক শামশুল আলম রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকার থলিয়া ঘোনার মৃত হাকিম আলীর ছেলে। তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৫টি ইয়াবা সহ আটক করা হয়। যার মূল্য ১৭ হাজার ৫শত টাকা ধারণা করা হয়।

মঙ্গলবার বেলা ১২টার সময় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পরিদর্শক তপন কান্তি শর্মা ও পরিদর্শক ধনঞ্জয় দেবনাথের নেতৃত্বে মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজারের একটি দল। এসময় বাড়িতে গাঁজা ও ইয়াবা বিক্রেতা শামশুল আলকে ১ কেজি গাঁজা ও ১৫টি ইয়াবা সহ আটক করা হয়।

পাঠকের মতামত: