ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রামুতে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

সোয়েব সাঈদ, রামু ::

ramuরামুতে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু হয়েছে। নিহত জায়রিন বিনতে হাসান (৬) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে। বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া জেটিরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

রশিদনগর এসএইচডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক জানান, একটি দ্রুতগামি মাইক্রোবাস পানিরছড়া স্টেশনমুখি ইজিবাইক (টমটম) গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহি ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় পথচারি শিশু জায়রিন বিনতে হাসান এবং ইজিবাইকের ৪/৫জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জায়রিন বিনতে হাসানকে মৃত বলে জানান।

#####################

রামুতে জনপ্রতিনিধিদের অংশগ্রহনে আইন ও বিচার বিষয়ক ৩দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত

সোয়েব সাঈদ, রামু :::

রামুতে স্থানীয় সরকার প্রতিনিধিদের আইনগত অধিকার, আইনী প্রতিকার ও আইন সহায়তা বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন, কক্সবাজার সহকারি জজ আদালত-২ এর আওতাধিন স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর এপিপি এডভোকেট মুহাম্মদ নাসির উদ্দিন ফারুক।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাষ্টিস প্রজেক্ট (ব্লাষ্ট-ইপসা) কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় আয়োজিত ও পরিচালিত এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন রামুর ৫টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ।

বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) সকাল দশটায় রামু উপজেলা পরিষদস্থ বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাষ্টিস প্রজেক্ট এর রামু উপজেলা ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ ভূইয়া।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রামু রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ, প্রশিক্ষণের সমন্বয়কারি মো. আজম উদ্দিন, ইপসার ফিল্ড ফ্যাসিলিটিটর রশিদ আজাদ প্রমূখ। এরআগে গত ১৫ নভেম্বর সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, রামু উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) মো. নিকারুজ্জামান।

৩দিনের প্রশিক্ষণে অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, পারিবারিক আইন, মাতা-পিতার ভরন পোষন আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, পারিবারিক নির্যাতন (প্রতিরোধ ও সুরক্ষা), শিশু আইন, প্রতিবন্ধি অধিকার ও সুরক্ষা আইন, মানবপাচার প্রতিরোধ আইন, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন, আইন সহায়তায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভুমিকা, তথ্য অধিকার আইন, গ্রাম আদালত ও শালিসী পরিষদ এর এখতিয়ার, শালিস যোগ্য ও শালিস অযোগ্য বিষয় সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ আইন, সমস্যা ও প্রতিকার নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উল্লেখ্য ৩ দিনের প্রশিক্ষণে রামু উপজেলার ফতেখাঁরকুল, রশিদনগর, দক্ষিণ মিঠাছড়ি, চাকমারকুল, জোয়ারিয়ানালা, রাজারকুল ইউনিয়নের ইউপি সদস্য এবং সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

##############

রামু ট্যালেন্টস্ স্কুলে পিএসসি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সোয়েব সাঈদ, রামু

রামু সিপাহীরপাড়া ট্যালেন্টস্ স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) সকাল দশটায় সিপাহীরপড়াস্থ স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, রামু ট্যালেন্টস্ স্কুলের অধ্যক্ষ ও রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রামু ট্যালেন্টস্ স্কুলের সহকারি প্রধান শিক্ষক নুরুল আজিম। সহকারি শিক্ষক মোজাম্মেল হক লিটন ও আমির হামজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা হাসান আজিজ, স্কুলের অভিভাবক এডভোকেট আজিজুল হক, দৈনিক কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মৌলানা ফোরকান উল্লাহ।

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের মধ্যে মোজাম্মেল হক লিটন, আমির হামজা, মরিয়ম মুন্নী, লুৎফুন্নেছা চৌধুরী রুম্পা, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে নির্ঝরা বড়–য়া নিশি, তাবাছুম মমতাজ তাজমুম, মোবাশ্বিরাা সরওয়ার আলিসা, চতুর্থ শ্রেণির ছাত্রী প্রভা বক্তব্য রাখেন। এতে মানপত্র পাঠ করেন, লুৎফুর নাহার লুম্পা।

পাঠকের মতামত: