ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় নির্বিচারে চলছে পাহাড় কাটা

pahatউখিয়া প্রতিনিধি :::

কক্সবাজার উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে নির্বিচারে বনভূমির পাহাড় কাটা হচ্ছে। পাহাড় কাটা মাটি যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়। ইট তৈরি মৌসুম শুরু হওয়ার কারণে চলছে মাটি আহরণের মহোৎসব।

বেশ কয়েকদিন ধরে রাজাপালং ইউনিয়নের হরিণমারা বাগানের পাহাড় নামের একটি বড় ধরনের পাহাড় কাটা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বনকর্মীরা পাহাড় কাটার দৃশ্যটি প্রত্যক্ষ করলেও মাটি কাটা ও পাচার বন্ধ হয়নি।

পাহাড়ের মালিক দাবিদার স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহজাহান এ বিষয়ে জানান, পাহাড়টি তাদের নিজস্ব ভোগদখলীয় জমি বিধায় ওই স্থানে বসতবাড়ি তৈরির জন্য  মাটি সরানোর কাজ চলছে। তিনি আরো বলেন, ‘পাহাড় কাটার ঘটনা নিয়ে স্থানীয় বনকর্মীরা গত বছর অন্যায় ভাবে তার বিরুদ্ধে একটি বন মামলা দায়ের করেছে।’

এ সময় কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, ‘উখিয়ায় অবৈধ ইট বন্ধের ব্যাপারে গত বছর বেশ কয়েকটি ইট ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তারা হাইকোর্টে রিট আবেদন করে নিষেধাজ্ঞা আনার কারণে আর কোন পদক্ষেপ নেওয়া যায় নি।’

পাঠকের মতামত: