ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চালু হলো সিটিসেল

নিজস্ব প্রতিবেদক :::image_169010_0
মোবাইল অপারেটর সিটিসেলের কার্যক্রম ১৭ দিন পর আবারো শুরু হয়েছে।

রোববার সন্ধ্যায় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসির প্রতিনিধিদল মহাখালীতে সিটিসেল কার্যালয়ে গিয়ে এর তরঙ্গ খুলে দেন।

বিটিআরসির পরিচালক ইয়াকুব আলী ভূইয়ার নেতৃত্বে চার সদস্যের দলটি রোববার সন্ধ্যা ৬টার আগে সিটিসেল কার্যালয়ে পৌঁছান। তরঙ্গ চালু করতে তাদের এক ঘণ্টা সময় লাগে।

এর আগে বিকালে বিটিআরসি কার্যালয়ে এক বিশেষ সভা শেষে সংস্থার প্রধান শাজাহান মাহমুদ সাংবাদিকদের বলেন, সিটিসেল খুলে দেয়া হবে।
 

পাঠকের মতামত: