আদালতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রবিবার দুপুরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে জিপিওতে ডাক বিভাগের শ্রেষ্ঠ কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
এর আগে, আদালতের নির্দেশে সিটিসেলের তরঙ্গ এখন কেন খুলে দেওয়া হচ্ছে না- বিষয়টি নিয়ে এদিন সকালে আপিল বিভাগের নজরে আনেন সিটিসেলের আইনজীবী এ এম আমিন উদ্দিন।
আপিল বিভাগ এ বিষয়ে বিটিআরসির কাছে ব্যাখ্যা চেয়েছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, বিটিআরসির বোর্ড মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে।
তারানা হালিম বলেন, আমরা আদালতের মৌখিক সিদ্ধান্ত জানতে পেরেছি। আদালতের রায়ের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল। বিটিআরসি কাজ শুরু করেছে। একটু সময়সাপেক্ষ ব্যাপার। আদালতের সার্টিফাইড কপি পাইনি, তারপরও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। একটু টেকনিক্যাল ব্যাপার। আদালতের সার্টিফাইড কপির জন্য আমরা অপেক্ষা করছি।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর শর্তসাপেক্ষে সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তরঙ্গ বরাদ্দ খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে সিটিসেলের আপিল আবেদনের শুনানি শেষে ওই দিন আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
এর আগে, পাওনা টাকা না দেওয়ায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি।
পাঠকের মতামত: