ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন শুক্রবার

ddসোয়েব সাঈদ, রামু :::

রামু উপজেলায় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা আগামী শুক্রবার (২৮ অক্টোবর) শুরু হচ্ছে। এবারের প্রতিযোগিতায় কক্সবাজার সদর ও রামু উপজেলার ২৬ টি নৌ দল অংশ নিচ্ছে।

প্রতিবারের মতো ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সৌজন্যে বাকঁখালী নদীতে ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার বেলা ২ টায় রামু তেমুহনী স্টেশনের পূর্বপাশে বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির-২০১৬ এর সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাজাহান আলি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবাইদুল হক, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির-২০১৬ এর সভাপতি ফরিদুল আলম জানিয়েছেন, নৌকা বাইচ রামুবাসীর ক্রীড়া ঐতিহ্যের অংশ। এখানকার মানুষ নৌকা বাইচ দেখার জন্য প্রতীক্ষায় থাকেন। ক্রীড়াপাগল মানুষের জন্য এবার আরো বর্ণিল আয়োজন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির মহাসচিব আবুল বশর মেম্বার ও কো-চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন জানিয়েছেন,ঝাঁকজমক, শান্তিপূর্ণ, সফর নৌকা বাইচ আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 ##########

রামু শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

সোয়েব সাঈদ, রামু :::

রামু উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৬ সদস্যের সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (২৬ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্ধি অপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করলে নির্বাচন কমিশন ৬ সদস্যের কমিটির সকলকে বিজয়ী ঘোষনা করেন।

আগামী ১১ নভেম্বর এ নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু আসন্ন জেএসসি, পিএসসি, এসএসসি ও সমাপনী পরীক্ষার মুহুর্তে নির্বাচন হলে শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ সৃস্টির আশংকা রয়েছে। এ বিষয়টি বিবেচনা করে নির্বাচনে অংশ নেয়া দুই প্যানেলের প্রার্থীদের নিয়ে সম্প্রতি বৈঠক করেন, রামুর বিশিষ্ট শিক্ষক নেতৃবৃন্দ। ওই বৈঠকে সকলের সম্মতিক্রমে দুটি প্যানেল থেকে কমিটি গঠনের বিষয়ে ঐক্যমত হওয়ায় অন্যান্য প্রার্থীরা গতকাল বৃহষ্পতিবার লিখিত আবেদন জানিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে নির্বাচন কমিশন অপর ৬জনকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করেন।

জনস্বার্থে শিক্ষক নেতৃবৃন্দের এমন মহত সমঝোতায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটারসহ সর্বস্তুরের শিক্ষকমহল।

নির্বাচনে আ,ন,ম আজগর হোছাইন ও আনছার উদ্দিন পরিষদ থেকে ৩জন বিজয়ী হয়েছেন। এরা হলেন, সভাপতি প্রার্থী মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ন,ম আজগর হোছাইন, পরিচালক প্রার্থী রামু কেন্দ্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী ও কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিল্লোল বড়–য়া।

শফিউল আলম/মোকতার আহমদ পরিষদের পক্ষে নির্বাচিত হয়েছেন ৩জন। এরা হলেন, সাধারণ সম্পাদক পদে নোনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোকতার আহমদ, সহ সভাপতি পদে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক সুকুমার বড়–য়া ও পরিচালক পদে দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামসুল আলম।

নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্য কালারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাষ বড়য়া ও কেচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বশীর আহমদ জানিয়েছেন, বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার করে নেন, সভাপতি প্রার্থী শফিউল আলম, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক প্রার্থী আনছার উদ্দিন, সহ সভাপতি প্রার্থী মুজিবুর রহমান ও পরিচালক পদের প্রার্থী আল কায়েস।

উভয় প্যানেলের প্রার্থীদের সাথে সমন্বয় করে কমিটি গঠনে আয়োজিত সভায় রামুর প্রবীন শিক্ষক মৌলানা মোহাম্মদ তৈয়ব, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, শিক্ষক সুমন বড়–য়া, রমজান আলী, মোহাম্মদ নাছির উদ্দিন, সুরজিত বড়–য়া ক্যালসন, সনজিত বড়–য়া, সন্তোষ শর্মাসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ এবং প্রতিদ্বন্ধি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

রামু উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম জানিয়েছেন, ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় অপর ৬জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে নব নির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দকে সংগঠনের সকল সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানিয়েছেন।

পাঠকের মতামত: