ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রামুতে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

সোয়েব সাঈদ, রামু :::ramu-pic-simul-dhar-09-10-16

কক্সবাজারের রামুতে পানিতে ডুবে শিমুল ধর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৯ অক্টোবর) সকাল সোয়া আটটায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব ধরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিমুল ধর (১৮) ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ি বিন্দু ধরের ছেলে।

ওই এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ সুধাম ধর জানিয়েছেন, সকাল সোয়া আটটায় শিমুল ধর সহ ৫ বন্ধু স্থানীয় সুর্যখলা মন্দিরের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে শিমুল ধর পানিতে ডুবে যেতে থাকলে ভয়ে দুইজন পুকুর থেকে উঠে যায়। অপর দুই বন্ধু রনি ধর ও সুজয় ধর জানায়, ডুবে যাওয়ার সময় তারা শিমুলকে টেনে রক্ষার চেষ্টা করেও পারেননি। স্থানীয় লোকজন ও কক্সবাজার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সকাল ১০ টা ১০ মিনিটে শিমুল ধরের মৃতদেহ উদ্ধার করে।

উল্লেখ্য ৬ ভাই বোনের মধ্যে শিমুল ছিলো সবার ছোট। এরমধ্যে বড় এক ভাইও ইতিপূর্বে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান। এনিয়ে ৬ ভাই বোনের মধ্যে দুইজন প্রাণ হারালো। শিমুল চট্টগ্রামে একটি স্বর্ণের দোকানে কাজ করতো। সম্প্রতি দূর্গাপূজার ছুটিতে সে বাড়ি আসে। শিমুল ধরের মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আজ রবিবার বিকালে মা মগধ্বেশরী কেন্দ্রিয় শ্মশানে শিমুল ধরের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

পাঠকের মতামত: