ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ার হলদিয়াপালংয়ে ৩৫২ একর জমিতে নির্মিত হচ্ছে দেশের প্রথম পাবলিক জেল

উখিয়া প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের শেষ সীমানা পাগলির বিল গ্রামে ৩২৫ একর জমিতে নির্মিত হবে ওপেন পাবলিক জেল ও পুণঃবাসন কেন্দ্র। পার্শ্ববর্তী ভারত, মালয়েশিয়া, কানাডা সহ উন্নয়নশীল বিভিন্ন দেশে এ ধরনের একটি করে ওপেন পাবলিক জেলও পুণঃবাসন কেন্দ্র রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। শনিবার সকালে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেল সুপার বজলুর রশিদ, বেসরকারি কারা পরিদর্শক ও জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মন্ত্রী পরিষদ সচিবের ছোট ভাই অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী। এ সময় জেল সুপার বজলুর রশিদ বলেন, মালয়েশিয়ার সিআরপি (কমিউনিটি রিহেবিলিটেশন প্রোগ্রাম) এর আদলে বাংলাদেশের একমাত্র ওপেন পাবলিক জেল ও পূন:বাসন কেন্দ্রটি হবে হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামে। এছাড়াও কক্সবাজারের কৃতি সন্তান মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম স্যারের আন্তরিক প্রচেষ্টায় এই ওপেন পাবলিক ও পুণঃবাসন কেন্দ্র হচ্ছে বলে জানান। এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: