ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় টমটম গাড়ি চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

accident,নাজিম উদ্দিন, পেকুয়া :::
পেকুয়ায় টমটম (ব্যাটারি চালিত) গাড়ি চাপায় এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ( ২৭ সেপ্টম্বর) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম মুন্নি আক্তার (১০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী সাগরপাড়া এলাকার নাছির উদ্দিনের মেয়ে। পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে। পুলিশ ঘাতক টমটম গাড়িটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওইদিন দুপুরে ক্লাস শেষে মুন্নি আক্তার বাড়ি ফিরছিলেন। আঞ্চলিক মহাসড়ক (এবিসি সড়ক) এর উপজেলা পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টমটম গাড়িটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) রেফার করে। চট্টগ্রাম নেয়ার পথে চকরিয়া বরইতলি বুড়ির দোকানে পৌছলে দুপুর দেড়টার দিকে ওই ছাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গেছে টমটম গাড়িটির চালকের নাম শওকত হোসেন (২২)। তিনি সদর ইউনিয়নের শেখেরকিল্লাহ ঘোনা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ গাড়িটি জব্দ করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হন।

################
পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত-১
নাজিম উদ্দিন, পেকুয়া :::
 

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় এক লবন চাষি গুরুতর আহত হয়েছে। (২৬সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মৌলভীর পাড়া টেক নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আহত লবন চাষির নাম মাহমুদুল করিম (৩৮)। তিনি মগনামা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার লাল মিয়ার ছেলে। তিনি পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় ওইদিন ১২টার দিকে লবন চাষি মাহমুদুল করিমসহ যাত্রীরা একটি সিএনজি যোগে মগনামা ফুলতলা ষ্টেশন থেকে পেকুয়া বাজারে যাচ্ছিলেন। পথি মধ্যে বানিয়ারছড়া-মগনামা সড়কের মৌলভীর পাড়া টেক নামক স্থানে পৌছলে সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মাহমুদুল করিম গুরুতর আহত হয়েছেন।

পাঠকের মতামত: