ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

পেকুয়ায় জেল ফেরত সন্ত্রাসী ‘লাতু’ ফের বেপরোয়া স্থানীয়দের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া

pekua,,পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় সদ্য জেল ফেরত দুর্ধর্ষ সন্ত্রাসী হত্যা, ডাকাতিসহ অর্ধ ডজন মামলার আসামি লাতু মিয়া প্রকাশ লাতু ডাকাত ফের বেপরোয়া হয়েছে। পাহাড়ে জায়গা দখলে নিতে লাতু শসস্ত্র অবস্থান জোরদার করেছে। উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি রমিজপাড়া এলাকায় ২একর ৪০শতক রির্জাভ জায়গা দখল নিতে লাতুর নেতৃত্বে সন্ত্রাসীরা অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলাকায় অবস্থান সুসংহত করে। এদিকে সোনাইছড়ি পুর্ব রমিজপাড়া এলাকায় ওই জায়গা দখল-বেদখলকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে লাতুর ভাড়াটে অস্ত্রধারীদের সাথে বিরোধ চরম আকার ধারন করেছে। ওই ঘটনায় এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। গত তিন দিন ধরে রমিজপাড়া এলাকায় দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের সাথে জেল ফেরত ওই সন্ত্রাসী লাতুর মুখোমুখি অবস্থান সৃষ্টি হওয়ায় যেকোন মুর্হুতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছেন। ওই ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বর্তমানে খুন খারাপির মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে রমিজপাড়া এলাকায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টইটং সোনাইছড়ি রমিজপাড়া এলাকায় ২একর ৪০শতক জায়গা নিয়ে মৃত.আব্দুল গনির ছেলে লোকমান গংদের সাথে একই এলাকার মৃত.কালা মিয়ার ছেলে লাতু মিয়া প্রকাশ লাতু ডাকাতের বিরোধ দেখা দিয়েছে। চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের মালিকানাধীন রির্জাভ জায়গা পরিচার্যা করে বিগত ৪০বছর ধরে আব্দুল গনি ওই স্থানে বসবাস করে আসছিলেন। তার সন্তানরা ওই জায়গা ভোগ দখলে রয়েছেন। এদিকে একই এলাকার লাতু মিয়ার লোলুপ দৃষ্টি পড়ে ওই জায়গার উপর। জায়গা জবর-দখলের কুমানসে লাতু ভাড়াটে অস্ত্রধারী জড়ো করে গত তিন দিন আগে থেকে লোকমান গংদের ভোগ দখলীয় জায়গায় একটি কুড়ে ঘর তৈরি করে। এ সময় জায়গার ভোগ দখল পক্ষ লোকমান গং বাধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ধাওয়া দেয়। রমিজপাড়া এলাকার লোকজন জানিয়েছেন লাতু একজন দুধর্ষ সন্ত্রাসী। একটি হত্যা মামলায় দীর্ঘ সাত বছর জেলে ছিলেন। সম্প্রতি জেল থেকে বের হন লাতু। এরপর লোকমান গংদের জায়গা দখলে নিতে মরিয়া হয়। বর্তমানে অস্ত্রসস্ত্র নিয়ে রমিজপাড়ায় পাহাড়ী এলাকায় দখল প্রতিষ্টায় মেতেছেন ওই সন্ত্রাসী। জানা গেছে ওই জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য টইটং ইউপি গ্রাম আদালতে মামলা ছিল। রায় লোকমান গংদের অনুকুরে যায়। এরপরও জবর দখলের চেষ্টা করলে লোকমান গং আইনি আশ্রয় নেয়। লোকমানের ভাই ওসমান জানান লাতু কারাগার থেকে বের হওয়ার পর আমাদের জায়গা দখলে তৎপর হন। ছয় কানি জায়গা দখল করতে রাতারাতি একটি ঘর তৈরি করে। আমাদের ছয়টি বসতি উচ্ছেদ করতে লাতুর নেতৃত্বে সন্ত্রাসীরা এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে। শতশত বৃক্ষ কর্তন করে নিয়ে গেছে আমাদের ভিটা থেকে। সে দু’কি.মি দুরবর্তী স্থান থেকে এসে জায়গা দখলের চেষ্টা করছে। ওসমানের স্ত্রী রহিমা বেগম জানায় চলাচল পথ বন্ধ করে দিয়েছে। লাতু অস্ত্রসস্ত্র নিয়ে এলাকায় অবস্থান নিয়েছে। ধারালো দা ও অস্ত্রের ভয়ে আমাদের পরিবার চরম নিরাপত্তাহীন রয়েছে। স্থানীয়রা জানায় লাতু একজন দুধর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৬/৭টি মামলা রয়েছে। জেল খেটেছেন ৭সাত বছর। এলাকায় আসার পর আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটেছে। বেড়েছে দখল বেদখল ও অস্ত্রের ঝনঝনানি। সে আসার পর ৮-১০জনের বিভিন্ন দাগি ব্যক্তিদের নিয়ে একটি সন্ত্রাসী গ্রুফ তৈরি করে। এদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরা জানমালের ক্ষতিতে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে লাতু মিয়া জানিয়েছেন আমি জেলে থাকা অবস্থায় লোকমান গং এ জায়গা দখল করে ফেলে। এ জায়গা আমার। আমি আমার জায়গায় পরিমাপ করে খুটি দিয়েছি। ইউপির চেয়ারম্যান বিষয়টি জানেন। আমি জেল থেকে এসেছি।

##################

 

পেকুয়ায় মগনামা উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় মগনামা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ। গতকাল শনিবার (৩ সেপ্টম্বার) সকাল ১০টায় মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে জঙ্গিবাদ বিরোধী এ সমাবেশ অনুষ্টিত হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বক্করের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আকতার আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগ ও সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি খাইরুল এনাম, রুহুল আমিন চৌধুরী, আ’লীগ নেতা ওমর ফারুক বাবুল, আশেক বিন জলিল, ছরওয়ার আলম, বিদ্যালয়ের শিক্ষক আলতাফ হোসেন কুতুবী, শহিদুল ইসলাম চৌধুরী, আব্দুস সাত্তার, বকতিয়ার উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ। এ সময় মগনামা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সমাবেশে বক্তব্য রাখেন। বক্তরা বলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ জাতির জন্য অভিশাপ বয়ে আনে। জঙ্গি সমস্যা আজ বিশ্ব ব্যাপি। শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে সচেতন হতে হবে। গনসচেতনাতার জন্য মুলত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী এ সমাবেশ।

#################

পেকুয়ায় শ্রমিকদল সভাপতিসহ গ্রেফতার-৬

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় পুলিশের পৃথক অভিযানে ৬জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে পুলিশ এসল্ট মামলায় উপজেলা শ্রমিকদল সভাপতি মুজিবুল হক চৌধুরীও পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের সাবেকগুলদি টেকপাড়া থেকে চারজনকে আটক করে। ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে আটক করে বলে পুলিশ নিশ্চিত করেছেন। আটককৃতরার হলেন ওই এলাকার মৃত.আলতাফ হোসেনের ছেলে কামাল হোসেন প্রকাশ পানি কামাল (৪০), মাহবুল আলমের ছেলে জুনাইদ (২০), করিম দাদের ছেলে আলী আকবর (২২) ও আব্দুল হামিদ সিকদারপাড়ার কাছিম আলীর ছেলে আজিজ (২৩)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে। একইদিন রাতে পৃথক অভিযানে পুলিশ ইয়াবাসহ সদর ইউনিয়নের গোঁয়াখালী এলাকা থেকে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (১৯)। তিনি ওই এলাকার আব্দু রহিমের ছেলে বলে জানা গেছে। পেকুয়া থানার এসআই সুরুজ রতন ইয়বাসহ তাকে আটক করে। সদর ইউনিয়নের সিকদার পাড়া নিজ বাড়ি থেকে উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরীকে গ্রেফতার করেছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

#################

পেকুয়ায় গরু চুরি বেড়ে গেছে আশংকাজনকহারে

পেকুয়া প্রতিনিধি ::::

পেকুয়ায় এক পরিবারের তিনটি গরু চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় প্রতিরোধের চেষ্টা করলে স্থানীয়দের ছত্রভঙ্গ করতে চোরের দল অন্তত ৫রাউন্ড গুলি ছোঁড়ে। ওই ঘটনায় এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে রাতে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় চুরির এ ঘটনাটি ঘটে। জানা গেছে ওইদিন রাতে সিকদার পাড়া এলাকার জাকের আহমদ চৌধুরীর বাড়িতে চোরের দল হানা দেয়। এ সময় তার গোয়াল গর থেকে গৃহ পালিত তিনটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য সাড়ে ৩লাখ টাকা। স্থানীয় ইউপি সদস্য শাহনেওয়াজ আযাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: