কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে আবু ছৈয়দ (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বরইতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ভাইজ্যাঘোনা এলাকায় ঘটেছে এ বজ্রপাতের ঘটনা। নিহত আবু ছৈয়দ ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দিন বলেন, কৃষক আবু ছৈয়দ শুক্রবার বিকেল তিনটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত উপেক্ষা করে বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন। ওইসময় ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকা ভাইজ্যাঘোনা এলাকায় পৌঁছলে তিনি বজ্রপাতে আক্রান্ত হন। ইউপি মেম্বার বলেন, ওইসময় ঘটনাস্থলেই মারা যান কৃষক আবু ছৈয়দ। লাশ উদ্ধারের পর দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে। #
পাঠকের মতামত: