ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পেকুয়ায় নির্বিচারে চলছে পাহাড় কাটা থামছে না

নিজস্ব প্রতিনিধি. 0101পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় প্রশাসনের নাকের ডগায় নির্বিচারে বনবিভাগের পাহাড় কেটে  মাটি পাঁচার  করায় পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। পাশাপাশি গ্রামীন রাস্তাঘাটগুলো চলাচল অনুপযোগী হয়ে জনদূর্ভোগ চরম আকার ধারণ করছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝেরঘোনা এলাকায় প্রায় ৪-৭টি পয়েন্টে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আবদুস ছালামের চত্রচ্ছায়ায় গত কয়েকমাস যাবত ওই মহল্লার প্রায় ৫-৭টি প্রভাবশালীর ভোগদখলীয় রিজার্ভ বসতবাড়ির পাহাড় অবাধ নির্বিচারে কেটে মাটি পাঁচার বাণিজ্য চলছে। সরেজমিন পরিদর্শনেও বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত উপজেলার শিলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাঝেরঘোনা এলাকার মৃত আজম উল্লাহর পুত্র প্রবাস ফেরত ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবদুস ছালামের সাথে যোগাযোগ করে জানতে চাইলে, তিনি পাহাড় কাটা ও বনজ সম্পদ পাঁচার বৈধ না অবৈধ সে বিষয়ে তার ধারনা নেই জানিয়ে বলেন, রিজার্ভ পাহাড়ে বসতি স্থাপন কারীরাই তাদের বসতভিটার পাহাড় কেটে মাটি পাঁচার বাণিজ্য করছেন। তিনি শুধু পরিবহনের ঠিকাদারী করছেন মন্তব্য করে বলেন, এ ব্যবসার জন্য তিনি থানার মেচ ম্যানেজারের সাথে প্রশাসন, থানা পুলিশ, বনবিভাগ ও সাংবাদিক ম্যানেজের চুক্তি সাপেক্ষেই সবকিছু করছেন। অন্যদিকে, একই ইউনিয়নের জারুলবনিয়া ছড়া হইতে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে অবৈধ বালি আহরণ ও পাঁচার ব্যবসা শুরুর খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে ওই এলাকার মৃত গোলাম সুলতানের পুত্র মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে জারুলবনিয়া ছড়া হইতে সরকারী বনজ সম্পদ বালি আহরণ ও পাঁচার বানিজ্যে মেতেছেন। তার সাথে যোগাযোগ করলেও সেও থানার মেচ ম্যানেজার কাশেমের শর্তে চুক্তির মাধ্যমেই করছেন বলে জানান। উল্লেখ্য গতবছরও এনিয়ে একাধিকবার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বালি দূস্যতায় জড়িতদের গ্রেপ্তার জরিমানা ও বালিজব্দে নিলাম করা হলে সরকারের কোষাগারে প্রায় অর্ধলক্ষ টাকা রাজস্ব জমা পড়ে। এবিষয়ে ইউএনও মোঃ মারুফুর রশিদ খানের দৃষ্টি আকর্ষন করলে বিষয়টি তার নজরে দেয়নি কেউ মন্তব্য করে বলেন, শীঘ্রই খোঁজ খবর নিয়ে আইনানূগ ব্যবস্থা নেবে প্রশাসন।

পাঠকের মতামত: