ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বিরল প্রজাতির দুইটি ভালুকের বাচ্চা আটক

000000নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া নলবিলা বনবিট-কাম ষ্টেশনের বন কর্মিরা বিরল প্রজাতির দুইটি ভালুকের বাচ্চা আটক করেছে। গতকাল ভোর রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাল্লুকের বাচ্চা গুলো আটক করে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওয়তাধীন চকরিয়ার শেষ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি নলবিলা বনবিট-কাম ষ্টেশন বনবিট কর্মকর্তা মোহাং মামুন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১৯ জুলাই ৩ টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী সেন্টমার্টিন পরিহনের যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ২টি ভাল্লূকের বাচ্চা আটক করতে সক্ষম হন। এসময় বাসে আরোহী কোন যাত্রী ভাল্লুকের বাচ্চার বিষয়ে না জানার কারণে গাড়ি থেকে বাচচা দু’টি নামিয়ে নেয়া হয়।  বন্যপ্রাণী আটক আইনী প্রক্রিয়া শেষে ভালুকের বাচ্চা দুইটি কে চকরিয়া বঙ্গবন্ধু সাফারী পার্কে উম্মুক্ত করা হবে বলে জানান তিনি। স্থানীয়রা ধারণা করছেন ভাল্লুকের বাচ্চা দু’টির মূল্য লাখ টাকা হবে।

পাঠকের মতামত: